শেষ আপডেট: 5th February 2022 07:44
মমতার মন্ত্রীর দুয়ারে হুজ্জুতি, তৃণমূলের প্রার্থী ক্ষোভ দাউদাউ জেলায় জেলায়
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়ে সরস্বতী পুজোয় মিঠে রোদের বিচ্ছুরণ হলেও তৃণমূল কংগ্রেসের আকাশে কালো মেঘের ঘনঘটা। শুক্রবার রাত থেকে যা শুরু হয়েছিল শনিবার তা দাবানলের আকার নিল। পুরসভা ভোটে প্রার্থী তালিকার বিভ্রাট নিয়ে ক্ষোভের আগুন জ্বলছে জেলায় জেলায়। এমনকি মন্ত্রীর বাড়ির দোরগোড়ায় বিক্ষোভ আছড়ে পড়েছে।
রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির বাড়িতে সরস্বতী পুজোর সকালে তুমুল বিক্ষোভ দেখান তৃণমূলকর্মীরা। শাসকদলের কর্মীদের দাবি, শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যাওয়া যে কাউন্সিলররা দুদিন আগে গেরুয়া শিবির থেকে তৃণমূলে এসেছেন তাঁদের টিকিট দেওয়া হয়েছে। তাঁদের বক্তব্য, শুভেন্দু লোক ঢুকিয়ে এসব করাচ্ছেন। জিতলে এঁরাই আবার বিজেপিতে যাবেন।
ক্ষোভের মুখে তৃণমূল কর্মীদের উদ্দেশে অখিল গিরি বলেছেন তিনি দলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন।
শুধু কি কাঁথি! নৈহাটিতে প্রার্থী বদলের দাবিতে রাস্তায় টায়ার জ্বেলে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মীরা। ভাটপাড়া, কামারহাটি, বারাসত, বনগাঁ, অশোক নগর -কল্যাণগড় পুরসভাতেও ব্যাপক ক্ষোভ তৃণমূলের মধ্যে।
হুগলির ডানকুনি, বৈদ্যবাটি, রিষড়া, কোন্নগর, বাঁশবেড়িয়া, তারকেশ্বরের মতো পুরসভাগুলির ওয়ার্ডে ওয়ার্ডে প্রার্থী নিয়ে ধন্দে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। প্রথম তালিকায় যাঁর নাম ছিল দ্বিতীয় তালিকায় তিনি ঝরে গিয়েছেন। সব মিলিয়ে তীব্র অস্বস্তিতে তৃণমূল। জলপাইগুড়ির মাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা সর্বত্রই এক ছবি।