শেষ আপডেট: 28th April 2023 11:11
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ভরদুপুরে টিটাগড়ে গুলি (Titagarh Shootout)। জখম হলেন এক তৃণমূল কর্মী। নাম আনোয়ার আলি। এদিন দুপুরে বাইকে করে আসা দুই দুষ্কৃতী (Gunman) ওই বৃদ্ধকে লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তড়িঘড়ি তাঁকে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় রেফার করা হয় তাঁকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আনোয়ার আলি। আলি হায়দার রোড ধরে যাওয়ার সময় মোটরবাইকে আসা দুই দুষ্কৃতী খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। মুখে গুলি লাগে আনোয়ার আলির। ভরদুপুরে জনবহল এলাকায় এমন কাণ্ডে হকচকিয়ে যান স্থানীয় মানুষজন। ততক্ষণে রাস্তার উপরেই লুটিয়ে পড়েছেন ওই বৃদ্ধ তৃণমূল কর্মী।
স্থানীয় মানুষজন ছুটে এসে তাঁকে ব্যারাকপুরের বি এন বসু হাসপাতালে নিয়ে যান। ডাক্তাররা প্রাথমিক চিকিৎসার পর কলকাতার কোনও হাসপাতালে রেফার করেন তাঁকে। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় টিটাগড়ে। ব্যবসায়িক কোনও কারণ, নাকি দলগত, কেন আনোয়ার আলিকে লক্ষ্য করে গুলি চালানো হল তা খতিয়ে দেখছে পুলিশ।
১২ ক্লাসের রেজাল্ট খুব খারাপ! বেঙ্গালুরুতে বাড়িওয়ালা ঘর দিলেন না যুবককে