শেষ আপডেট: 30th December 2023 17:00
দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: ৪৮ ঘণ্টা পেরোতে না পেরোতেই উত্তরবঙ্গে ফের বাঘের দর্শন। নেওড়াভ্যালির পর এবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম বিভাগের পানা রেঞ্জ এলাকায় প্রাপ্তবয়স্ক বাঘের দেখা মিলেছে। শীতের সন্ধেয় বক্সার জঙ্গলে নির্দ্বিধায় ঘুরে বেরাচ্ছে বাঘমামা।
প্রায় ২৩ বছর পর ২০২১ সালে বক্সা টাইগার রিজার্ভে বাঘের উপস্থিতি নজরে এসেছিল। সেবছর ১১ ডিসেম্বর ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ে। তারপর প্রায় ২ বছরের মাথায় ফের একটা বাঘের ছবি ধরা পড়েছে। যা বক্সা ব্যাঘ্র প্রকল্প যে বাঘের বাসস্থানের যোগ্য সেবিষয়ে বনকর্তাদের দাবিকে আরও জোরদার করে তুলেছে।
ক্যামেরায় দু'বছর পর নজরে এলেও মাঝেমধ্যেই বক্সার জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায় বলে দাবি বন দফতরের আধিকারিকদের একাংশের। তাঁদের অনুমান, এই জঙ্গলে একাধিক রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। বার বার বাঘের দর্শন থেকে বক্সা টাইগার রিজার্ভের পরিবেশ ও গুণমান বাঘের বাসস্থানের জন্য অত্যন্ত অনুকূল বলে মনে করছেন মন বিভাগের একাংশ।
বক্সায় বাঘের এই ছবি ধরা পড়েছে
কিছুদিন আগে নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে বাঘের উপস্থিতি টের পাওয়া গিয়েছিল। প্রায় সাড়ে দশ ফুটের দক্ষিণরায়ের দেখা মিলেছিল নেওড়াভ্যালির জঙ্গলে। বাঘের গতিবিধি নজরে রাখার জন্য বক্সার জঙ্গলের বিভিন্ন প্রান্তে বসানো রয়েছে ট্র্যাপ ক্যামেরা। এবার সেই ক্যামেরাই লেন্সবন্দি প্রাপ্তবয়স্ক একটি বাঘের চলন ধরা পড়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারি মাসে সারা দেশের সঙ্গে বক্সাতেও শেষ বার বাঘ গণনা করা হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জুলাই মাসের শেষে প্রকাশিত রিপোর্টে রাজ্যের উত্তরাংশে দুটি বাঘ থাকার কথা উল্লেখ রয়েছে। তাদের মধ্যে একটি বাঘ বক্সার জঙ্গলে রয়েছে বলেও জানানো হয়। আর সেই বাঘটিকেই ক্যামেরায় দেখা গিয়েছে বলে অনুমান বন দফতরের।