শেষ আপডেট: 7th December 2024 17:21
দ্য ওয়াল ব্যুরো: এক জায়গা থেকে নিরাপদ জায়গায় সরাতে গিয়ে অঘটন! একসঙ্গে তিন রয়্যাল বেঙ্গল শাবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। কয়েকদিন আগেই ওই তিন শাবকের জন্ম দেয় রয়্যাল বেঙ্গল টাইগার রিকা। মায়ের সঙ্গে তিনজনকে নিরাপদ জায়গাতেই রাখা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও ঘটে গেল অঘটন।
জানা গেছে, বাচ্চাদের এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে ঘাড়ের ভুল জায়গায় কামড়ে ফেলে রিকা। সে কারণেই মৃত্যু হয় তিন শাবকের। মায়ের ওই ভুল কামড়ের জেরেই তিনটি শাবকের মৃত্যু হয়েছে বলে খবর।
সাফারি পার্ক সূত্রে খবর, জন্ম দেওয়ার দু’দিনের মাথায় তাদের এমন পরিণতি হল। রিকার ভুলেই এমন কাণ্ড। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রের খবর, রয়্যাল বেঙ্গল টাইগারটি এখনও পর্যন্ত দু’বার শাবকের জন্ম দেয়। স্বাভাবিকভাবেই মা হওয়ার পর শারীরিক সমস্যাও ছিল বেশ কিছুটা। এর মাঝেই অসাবধানতায় তিন শাবকের ঘাড়েই কামড় বসিয়ে দেয় মা। মৃত্যু হয় তিন শাবকের।
কদিন আগেই পাহাড় সফরে এসে বেঙ্গল সাফারি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই রিকার নামকরণ করেছিলেন। অন্যদিকে শীত পড়তেই সেখানে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছিল। কিন্তু এমন খবরে মন খারাপ সবার।
সাফারি পার্কে বার্ধক্যজনিত কারণে কয়েকদিন আগেই কুনকি হাতি লক্ষ্মীর মৃত্যু হয়। একসঙ্গে তিন রয়্যাল বেঙ্গল শাবকের মৃত্যুতে প্রশ্নের মুখে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষকেই কাঠগড়ায় তোলা হচ্ছে।