শেষ আপডেট: 16th January 2025 15:42
স্ত্রী, ছেলেকে খুন করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির চম্পাসারির উত্তর সমর নগর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তিনজনের দেহ উদ্ধার হয়েছে বলে খবর।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর সমরনগর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন শ্যামল রায়। পেশায় রাজমিস্ত্রী। পরিবারে ছিলেন স্ত্রী টুম্পা রায় ও তাঁদের বছর পাঁচেকের একমাত্র সন্তান পিন্টু রায়। বিয়ের পর থেকে সাত বছর এই এলাকাতেই থাকত পরিবার। টুম্পাদেবীও স্থানীয় একটি দোকানে কাজ করতেন বলে খবর।
বৃহস্পতিবার সকালে মেয়েকে বারবার ফোন করে না পেয়ে সন্দেহ হয় টুম্পার বাবার। এরপর এক মুহূর্ত দেরি না করে মেয়ের বাড়িতে তিনি এসে দেখেন দরজা বন্ধ। এরপর দরজা বন্ধ থাকায় পাসের জানলায় ধাক্কা দিতেই নজরে আসে জামাইয়ের ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে শ্যামলের ঝুলন্ত দেহ ও মেঝেতে পড়ে থাকা স্ত্রী ও সন্তানের রক্তাক্ত দেহ উদ্ধার করে।
ঘটনার তদন্ত শুরু করেছে ভক্তিনগর নগর থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, শ্যামল প্রথমে ছুরি দিয়ে তাঁর ছেলে ও স্ত্রীয়ের গলা কেটে পরে নিজেই আত্মহত্যা করেন। পুলিশ স্থানীয়দের থেকে জানতে পারে, শ্যামলের কয়েক লক্ষ টাকার লোন ছিল। অনুমান, লোনের টাকা শোধ না করতে পেরেই এই পদক্ষেপ।
পুলিশ একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। রিপোর্ট সামনে এলে পুরো বিষয় পরিষ্কার হবে বলে জানা গেছে।