শেষ আপডেট: 9th November 2021 08:35
দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিকেলে শারদ সম্মানের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বুঝিয়ে দিয়েছিলেন, পেট্রপণ্যের উপর থেকে রাজ্য ভ্যাট কমাবে না। ইকো পার্কে বিজয়া সম্মিলনীতেও ঘরোয়া পরিবেশে একই কথা বলেছিলেন মমতা। বুধবার বিধানসভার অধিবেশনে দাঁড়িয়েও বাংলায় পেট্রল-ডিজেলের দাম কমানোর ব্যাপারে কোনও আভাস দিলেন না মুখ্যমন্ত্রী। বরং পুরো দায় চাপালেন কেন্দ্রীয় সরকারের ঘাড়েই। এদিন মমতা বলেন, “পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস থেকে চার লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গেছে কেন্দ্র। সেই টাকা আগে সব রাজ্যগুলোকে ভাগ করে দাও। নির্বাচন এলেই দাম কমাবে। তারপর আবার বাড়িয়ে দেবে। রোজ দাম বাড়িয়েই চলেছে।” এদিন নাম না করে বিজেপির উদ্দেশে বলেন, “সারাক্ষণ খালি মিথ্যে কথা বলে যাচ্ছে। ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি! তুমি কলা খাওনি তো কে খেয়েছে? ঠাকুর এসে কলাটা খেয়ে গেছে?” মুখ্যমন্ত্রীর কথার এদিন তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি এদিন বলেছেন, ““উনি শুধু নিতে জানেন, মানুষকে কিছু দিতে জানেন না।” তাঁর কথায়, “বাংলাকে কেন্দ্রীয় সরকার অনেক টাকা দেয়। কিন্তু ওই টাকা দিয়ে রাজ্য সরকার মোচ্ছব করে।' অনেকের মতে, মমতা বোঝাতে চেয়েছেন, পেট্রল-ডিজেলের দামের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ নেই বলেই রোজ দাম বাড়ছে। অর্থনীতির যুক্তি দিয়ে মমতা ব্যাখ্যা করেন, পেট্রপণ্যের দাম বাড়লে কী ভাবে অন্যান্য জিনিসের দাম বাড়ে। কালীপুজোর আগের রাতেই পেট্রল-ডিজেলের উপর থেকে উৎপাদন শুল্ক কমিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। যাকে বিজেপি দীপাবলির উপহার হিসেবে তুলে ধরতে চেয়েছিল। ঠিক তার পরে পরেই বিজেপি শাসিত একের পর এক রাজ্য জ্বালানির উপর থেকে ভ্যাট প্রত্যাহার করে নেয়। কংগ্রেস শাসিত পাঞ্জাব, ছত্তীসগড়ও এই পথে হেঁটেছে। কিন্তু বাংলা, মহারাষ্ট্রের মত বড় রাজ্যগুলি মঙ্গলবার সকাল পর্যন্ত সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি। বিজেপি ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে, রাজ্য ভ্যাট না কমালে তারা রাস্তায় নেমে আন্দোলন করবে। এ নিয়েও এদিন ঘুরিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। বলেন, “যারা আন্দোলনের অ আ জানে না, তাদের আবার বড় বড় কথা!” পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'