শেষ আপডেট: 17th November 2022 16:22
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের (West Bengal) পরবর্তী রাজ্যপাল (Governor) প্রাক্তন এক সিবিআই কর্তা হবেন বলে গেরুয়া শিবিরের কেউ কেউ জল্পনা উস্কে দিতে চেয়েছিলেন। তবে তা হল না। বাংলার নতুন রাজ্যপাল হতে চলেছেন প্রাক্তন আমলা ডঃ সি ভি আনন্দ বোস (Dr. C.V. Ananda Bose)। বর্তমানে তিনি মেঘালয় সরকারের উপদেষ্টা।
তবে ঘটনা হল, তাঁর নামে ‘বোস’ পদবী থাকলেও তিনি কিন্তু বাঙালি নন। ৭১ বছর বয়সী এই প্রাক্তন আমলার জন্ম কেরলের কোট্টায়াম জেলার মান্নামামে। তাঁর বাবার নাম পি কে বাসুদেবন পিল্লাই। মায়ের নাম পদ্মাবতী আম্মা। কেরলের অনেকেই ছেলেমেয়ের নাম সুভাষ চন্দ্র বোস, অরবিন্দ বোস প্রমুখের নামে রাখেন। এক্ষেত্রেও ব্যাপারটা তেমনই বলে মনে করা হয়।
এখন কৌতূহলের বিষয় হল, কে এই আনন্দ বোস?
১৯৭৭ ব্যাচের এই আইএএস অফিসার কেন্দ্রীয় সরকারের সচিব পদে ছিলেন। পরে রাষ্ট্রপুঞ্জের হ্যাভিটাট গভর্নিং কাউন্সিলের সদস্য ছিলেন তিনি। তা ছাড়া অতীতে তিনি জওহরলাল নেহরু ফেলোশিপ পেয়েছিলেন। এমনকি লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল আকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম ফেলো ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ে ১৫ টি গোল্ড মেডেল পেয়েছিলেন সিভি আনন্দ বোস। তবে সরকারি চাকরি থেকে অবসরের পর রাজনৈতিক ভাবে নরেন্দ্র প্রশাসনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। সঙ্ঘ পরিবারের সঙ্গেও তাঁর যোগাযোগ মন্দ নয়।
২০১৮ সালে আনন্দ বসুকে মেঘালয় সরকারের উপদেষ্টা পদে নিয়োগ করা হয়। কাকতালীয় ব্যাপার হল, মেঘালয়ে তৃণমূলের নতুন পার্টি অফিস উদ্বোধনের জন্য বৃহস্পতিবার শিলংয়ে পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এ দিন সন্ধেয় রাষ্ট্রপতির সচিবালয় জানিয়েছে যে আনন্দ বসুকে পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল করা হল। অর্থাৎ মেঘালয় থেকে আনন্দ বোসকে পাঠানো হচ্ছে কলকাতায়।
গণেশনকে নিয়ে শুভেন্দুদের অসন্তোষ, তাই কি রাজ্যপাল পদে তড়িঘড়ি বদল?