শেষ আপডেট: 29 April 2023 12:43
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) এখন চর্চিত একটি নাম। বোলপুরের (Bolpur) এক ভাস্কর্য কর্মশালায় (workshop) এবার তৈরি হল তাঁরই মূর্তি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ছবি দেখেই তাঁর আবক্ষ মূর্তি বানাচ্ছেন শিল্পীরা।
ভাস্কর্য কর্মশালার আয়োজক শিল্পী ঝুলন মেহেতরী জানান, লাইভ মডেল বসিয়ে ভাস্কর্য বানানোর কর্মশালার আয়োজন করেছি আমরা। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা ছবি দেখেও মূর্তি বানানোর চেষ্টা করছি।
রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক রায়ে প্রায় এক বছর ধরে সংবাদ শিরোনামে তিনি। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ সংক্রান্ত দুটি মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এই নির্দেশ দিয়েছে। তারপর থেকে আরও চর্চায় বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ তাই এবার তাঁর মূর্তি তৈরিতেও ব্যস্ত বোলপুরের শিল্পীরা।
প্রসঙ্গত, বীরভূমের দুবরাজপুরের কবিরাজপাড়ার বাসিন্দা শিল্পী ঝুলন মেহেতরী। ২০১৫ সাল থেকে বোলপুরের জাম্বুনীতে বসবাস করেন। বেসরকারি একটি আর্ট প্রতিষ্ঠান থেকেই শিল্পকর্মে হাতে খড়ি ৷ মূলত তাঁর উদ্যোগেই বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের শান্তিদেব কক্ষে শুরু হয়েছে দুদিনের এই ভাস্কর্য কর্মশালা।
ফের গঙ্গায় তলিয়ে গেল কিশোর! কোপাই, দামোদরের পরে মর্মান্তিক কাণ্ড শিবপুর ঘাটে