শেষ আপডেট: 5th February 2024 18:39
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে স্কুলে ভাঙচুরের অভিযোগ উঠল পরীক্ষার্থীদের বিরুদ্ধে। সোমবার জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আসেন মাধ্যমিক বোর্ডের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এরই মধ্যে জলপাইগুড়ি বারোপাটিয়া গ্রামপঞ্চায়েতের পাঁচিরাম নাহাটা হাইস্কুলে ভাঙচুরের ঘটনা ঘটল। অভিযোগের তির বেলাকোবা হাইস্কুলের ছাত্রদের দিকে।
সোমবার মাধ্যমিকের তৃতীয় দিনে ছিল ইতিহাস পরীক্ষা। পর্ষদের নির্দেশ মতোই এদিন সকাল সাড়ে ন’টার সময় প্রশ্নপত্র ও খাতা নিয়ে ক্লাসরুমে পৌঁছে যান শিক্ষক। ক্লাসে ঢুকতেই দেখেন জানালার পাল্লা ভাঙা। ফ্যান বাঁকানো। পরপর চারটি ক্লাসঘরে এমন ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরেই স্কুলের প্রধান শিক্ষককে জানান তাঁরা। খবর দেওয়া হয় পর্ষদেও।
পাঁচিরাম নাহাটা স্কুল পরিচালন সমিতির সভাপতি কৃষ্ণ দাসের দাবি, বেলাকোবা হাইস্কুলের ছাত্ররাই এই কাণ্ড ঘটিয়েছে। তিনি বলেন, “এরা গত বছর অন্য স্কুলে এমন ঘটনা ঘটিয়েছিল। সে ঘটনা জানাজানি হতেই এবার কোনও স্কুল তাদের নিতে চাইছিল না। আমরা আমাদের স্কুলে সিট দিয়েছিলাম। কিন্তু এবারেও তাঁরা একই ঘটনা ঘটাল। আমরা আগামীবার থেকে আর এদের স্কুল দেব না।”
তিনি জানান, সকালে ভাঙচুরের ঘটনা সামনে আসার পরেই প্রধান শিক্ষক তাঁকে ফোন করেন। সঙ্গে সঙ্গেই পর্ষদকেও জানানো হয়। বিডিওর কাছেও নালিশ জানান তিনি। এদিনের ঘটনা প্রসঙ্গে অবশ্য মুখ খুলতে চাননি ডিআই বালিকা গোলে। বেলাকোবা স্কুলের তরফেও এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার জেলার পর সোমবার সকালে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জলপাইগুড়ির ধূপগুড়ি মহকুমার শালবাড়ি হাইস্কুল এবং গার্লস হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা কেন্দ্রগুলির ব্যবস্থাপনা ও সমস্যা খতিয়ে দেখেন তিনি। পরিদর্শন শেষে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, “আমরা ভালভাবে পরীক্ষা চালাতে চাইছি। কিন্তু কিছু লোক বিঘ্ন ঘটাতে চাইছে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ করা হবে।”