শেষ আপডেট: 11th September 2023 15:08
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের বাগানে এবার ফুটে উঠবে ডেন্ডরোবিয়াম, ভানডার মতো অর্কিডের প্রজাতি। থাইল্যান্ড থেকে আনা হয়েছে এই ফুল (Thailand orchid in Jalpaiguri)।
জলপাইগুড়ি শহরের মোহিত নগরের কাছে হলদিবাড়ি মোড় এলাকায় হটিকালচার দফতের উদ্যোগে তৈরি হয়েছে এই অর্কিড বাগান। এটা এখন পর্যটকদের নতুন আর্কষণ।
খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী গোলাম রব্বানি কয়েকদিন আগেই এই বাগানের উদ্বোধন করেছেন।
এই অর্কিড গার্ডেনে দুই ভাগে কাজ করা হবে। নতুন অর্কিড তৈরি ও বিক্রি ব্যবস্থাও থাকছে। এভাবেই চাষিদের জন্য বিকল্প উপার্জনের ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন: প্রেমাদাসায় ‘বন্ধু’ বুমরাকে ডেকে উপহার দিলেন শাহিন আফ্রিদি, দেখুন ভিডিও