শেষ আপডেট: 27th April 2023 05:43
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: ফের উত্তেজনা কালিয়াগঞ্জে (Kaliaganj BJP worker death)। গুলিতে এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় তেতে উঠল কালিয়াগঞ্জ। ওই বিজেপি কর্মীর নাম মৃত্যুঞ্জয় বর্মন (৩৩)। পুলিশের (cops) গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী অভিযোগ করেন, বুধবার গভীর রাতে বিষ্ণু বর্মন নামে বিজেপির এক পঞ্চায়েত সদস্যের খোঁজে তাঁর বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। বিষ্ণুকে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবা ও জামাইবাবুকে মারতে মারতে ভ্যানে তুলছিল। দেবশ্রীদেবী বলেন, “তখনই বিষ্ণুর ভাইপো পুলিশকে বাধা দেয়। কেন একজন বৃদ্ধকে মারধর করা হচ্ছে সেই প্রশ্ন তোলেন। তখনই পুলিশ গুলি ছোড়ে। মৃত্যু হয় মৃত্যুঞ্জয়ের।” মৃত্যুঞ্জয়ও বিজেপির সক্রিয় সদস্য বলে তিনি দাবি করেন।
এই ঘটনা জানাজানি হতেই বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় কালিয়াগঞ্জে। বিশাল পুলিশবাহিনীর টহল চলছে গোটা এলাকায়। আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে গত কয়েকদিন ধরেই তেতে রয়েছে কালিয়াগঞ্জ। শুক্রবারের ওই ঘটনার জেরে মঙ্গলবার সকাল থেকেই বিজেপি, কামতাপুরী ও আদিবাসীদের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ।
গত মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ থানার সামনে আদিবাসীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম বাধে। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে লাঠি হাতে ধেয়ে যায় পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। তখনকার মতো পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও অচিরেই আবার উত্তেজনা ছড়ায় এলাকায়। দুপুরের পর কালিয়াগঞ্জ থানায় আগুন লাগানো হয়। প্রাণের ভয়ে একটি বাড়িতে ঢুকে খাটের নীচে লুকিয়ে থাকা পুলিশ কর্মীদের টেনে বার করে চলে বেধড়ক মার।
ভয়ঙ্কর এই ঘটনায় জড়িতদের ধরতে বুধবার গভীর রাতে থেকেই ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। বিজেপির অভিযোগ পুলিশের উপর হামলার ঘটনার সঙ্গে কোনওভাবেই বিজেপির কোনও যোগ নেই। বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী অভিযোগ বলেন, “নাবালিকা খুনের ঘটনায় বিজেপি পথে নামলেও তা আগাগোড়াই ছিল শান্তিপূর্ণ। তবুও বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি ঢুকে সন্ত্রাস চালাচ্ছে পুলিশ। বাইরে থেকে কারা এসে অশান্তি করছে সেই ফুটেজ আমরাও জোগাড় করছি।”
কালিয়াগঞ্জ কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে নাবালিকার পরিবার