শেষ আপডেট: 8th September 2023 12:09
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: তাঁকে পঙ্গু করার চেষ্টা করেছিল পোলিও। পারেনি। লাঠিতে ভর দিয়েই জীবন গড়ে নিয়েছেন তিনি। এখন আদর্শ শিক্ষক (Teachers Day 2023) হয়ে গড়ে তুলছেন পরের প্রজন্মকে।
হুগলির ফতেমা জিন্না বৈঁচি বীণাপাণি বালিকা বিদ্যলয়ের শিক্ষিকা ( Hooghly Teacher)। একবছর বয়সে ধূম জ্বর এসেছিল একদিন। ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি জানতে চেয়েছিলেন, পোলিও ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা। দেওয়া হয়নি বলায় ভ্যাকসিন দিয়ে দেন ডাক্তার। বাড়ি এসে কয়েকদিন চুপচাপ শুয়ে থাকা। তারপর হামা দিয়ে হাঁটার বয়সে হাঁটতে না পারা। ফতিমার এক কাকাও পোলিও আক্রান্ত হয়েছিলেন। মেয়ের উপসর্গ দেখে তাই বাবার বুঝতে অসুবিধা হয়নি। এরপর বিভিন্ন জায়গায় ডাক্তার দেখালেও কোনও কাজ হয়নি। মেয়েটা পঙ্গু হয়ে গেল ধরেই নিয়েছিল পরিবার। আর সেই জায়গা থেকে শুরু হয় ফতেমার লড়াই।
বছর পঁয়ত্রিশের ফতিমা বলেন, “জীবনে চলার পথে অনেক সময় কটূক্তি শুনতে হয়েছে। প্রথম প্রথম সেগুলোতে কষ্ট পেতাম। পরে ভেবেছি যেটা সত্যি সেটাই তো মানুষ বলছে। আর পাত্তা দিইনি।ভালো করে হাঁটতে না পারার কারণে কোনদিনও প্রাইভেট টিউশন নিতে পারিনি। আরেকটু ভালো গাইডেন্স পেলে হয়তো আমি অন্য কিছু হতে পারতাম। তবে এখন যেখানে আছি, যে স্কুলের আমি শিক্ষিকা হয়েছি এখানে সবাই খুবই ভালো। সহশিক্ষিকারা, ছাত্রীরা এত ভালবাসে সম্মান করে আর কী চাই।”
বৈঁচি বীণাপাণি স্কুলের প্রধান শিক্ষিকা সাথী বসু বলেন, ‘‘মানসিকভাবে খুবই দৃঢ় ফতেমাদি। উনি বিশেষ ক্ষমতাসম্পন্ন। সমস্ত রকম পরিস্থিতিতে উনি মানিয়ে নেন, শুধু ক্লাস করা নয় মিডডে মিলেরও উনি নোডাল শিক্ষিকা। ওঁর কোনও কাজে দক্ষতার অভাব নেই। আলাদা করে কোনও ব্যবস্থা ওঁর জন্য করতে হয় না আমাদের। শুধু চেষ্টা করি যাতে দোতলার ক্লাসে সিঁড়ি ভেঙে উঠতে না হয়। নীচের ঘরে ক্লাস নিতে পারেন।
বৈঁচি গ্রামে আসগর আলি মণ্ডলের সঙ্গে বিয়ে হয়েছে ফতেমার। তাদের একমাত্র ছেলে আমন ক্লাস ফাইভের ছাত্র। বাড়ির কাজ স্কুলে বেরোনোর আগে ছেলেকেও তৈরি করে দেন। ‘‘ছেলে যাতে মানুষ হয়, নিজের পায়ে দাঁড়াতে সেই চেষ্টাই করি’’ বলেন ফতিমা। ফতেমার স্বামী আসগর আলি বলেন, ‘‘অনেক প্রতিকুলতা পেরিয়ে, অনেক গঞ্জনা সয়ে ফতেমা এই জায়গায় এসেছে। আমরা খুবই সুখী।’’ এই সুখের ঘরের চাবিই এখন ফতেমাকে শক্তি দেয় সামনের যুদ্ধজয়ের।
আরও পড়ুন: সাইকেল নিয়ে ছোটেন বাড়ি বাড়ি, বিনা বেতনে ছাত্র পড়ান ডায়মন্ড হারবারের দিলীপ স্যার