শেষ আপডেট: 23rd December 2022 12:44
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: প্রকাশ্য দিবালোকে চা ব্যবসায়ীর ( Tea Businessman ) গাড়িতে পাথর ছুড়ে কাঁচ ভেঙে কয়েক লক্ষ টাকা ছিনতাই ( Snatching ) করল দুষ্কৃতীরা। শুক্রবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চোপড়া ( Chopra ) থানার ভৈষভিটা এলাকার কালুগছ ফলব্রিজের কাছে আতঙ্ক ছড়ায়।
চা-শ্রমিকদের মজুরির টাকা নিয়ে গাড়িতে করে বাগানের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী মহম্মদ বদরুদ্দিন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর গাড়ির উপর হামলা চালায়। পাথর ছুড়ে গাড়ির সামনের কাঁচ ভেঙে দেয়। ভয়ে গাড়ি থামিয়ে দেন চালক।
তারপর দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়িতে থাকা টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে সেখান থেকে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনায় বাগান মালিক সহ তিনজন গুরুতর জখম হয়েছেন।
দিনে-দুপুর এমন দুঃসাহসিক ছিনতাইয়ের খবর পেয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বাসিন্দারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় পাচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল চোপড়া থানার পুলিশ। কারা এই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে।