শেষ আপডেট: 11th July 2023 10:23
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ভোট গণনা শেষ হওয়ার আগেই জয়োৎসবে মেতে উঠেছিলেন তৃণমূল (TMC) কর্মীরা। সঙ্গে ছিলেন দলীয় বিধায়ক তাপস সাহাও (Tapas Saha)। গণনাকেন্দ্রের সামনে তাঁদের উল্লাস করতে দেখে সরাতে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তাঁরা সরতে না চাওয়ায় দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এরপরই বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তোলে তৃণমূল। এমনকী এও অভিযোগ যে, লাঠির আঘাতে পায়ে চোট পেয়েছেন বিধায়ক তাপস সাহা নিজেও। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড শুরু হয়েছে নদিয়ার তেহট্টে।
মঙ্গলবার সকাল থেকেই তেহট্ট হাইস্কুলে পঞ্চায়েত ভোটের (PANCHAYAT ELECTION 2023) গণনা চলছে। অভিযোগ, বেলা গড়াতেই সেখানে পৌঁছন তাপস সাহা। সঙ্গে তৃণমূল কর্মীরাও ছিলেন। গণনা চলাকালীনই বেশ কয়েকজন গ্রাম পঞ্চায়েত প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়। এরপরেই সেখানে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই। শুরু হয় বিজয়োৎসব। ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিরোধী দলের নেতাকর্মীরা এরপর কেন্দ্রীয় বাহিনীর দ্বারস্থ হয়। অভিযোগ পেয়ে বাহিনী সেই জমায়েত সরিয়ে দিতে গেলে তাঁদের বাধা দেন বিধায়ক।
সূত্রের খবর, এরপরেই তাঁকে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ তোলে বিধায়ক এবং তৃণমূল কর্মীরা। আরও কয়েকজন তৃণমূল কর্মী লাঠির ঘায়ে জখম হয়েছেন বলে দাবি তাঁদের। ভোট গণনা চলাকালীন তৃণমূল বিধায়ক এবং কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর লাঠির ঘায়ে জখম হওয়ায় তেহট্টে উত্তেজনা ছড়ায়। ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাহিনীকে পাল্টা হুমকি দেন বিধায়ক নিজেও। শুধুমাত্র বিরোধীদের অভিযোগের উপর ভিত্তি করে কেন্দ্রীয় বাহিনী এসে দলীয় কর্মীদের উপর লাঠিচার্জ করছে, এমনটা মেনে নিতে পারেননি তিনি। তাপসবাবু বলেন, গণনা শেষ হলেই পাল্টা প্রতিরোধ গড়বে তৃণমূলও।