শেষ আপডেট: 23rd June 2024 18:25
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: নিখোঁজ হওয়ার চার দিনের মাথায় বধূর দেহাংশ উদ্ধার হওয়ায় শোরগোল পড়ে গেছে তপনে। মহিলার দেহ টুকরো টুকরো করে নিজের পাট খেতে ফেলে দেয় ওই জমির মালিক, এমনটাই অভিযোগ। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সাদ্দাম সরকার।
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন, তপন ব্লকের রামচন্দ্রপুর এলাকায় একটি খেত থেকে গত শুক্রবার মহিলার দেহাংশ পাওয়া যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। জানতে পারে ওই খেত আসলে সাদ্দাম সরকার নামে এক ব্যক্তির। অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করে। পরে কার্তিকপুর পশ্চিম নিমপুর এলাকা থেকে সুরেখা খাতুন নামে এক মহিলার নিখোঁজ হওয়ার খবর পায় পুলিশ। সেই মহিলার আত্মীয়দের ডেকে পাঠায়। উদ্ধার হাওয়া দেহাংশ তাঁরা শনাক্ত করার পরেই পুলিশ জানতে পারে ওই দেহাংশ আসলে সুরেখার। মৃতের ছেলে মায়ের কাটা পা দেখে তাঁকে শনাক্ত করে।
এরপরেই পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সেখানে থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সুরেখার সঙ্গে জমির মালিক সাদ্দামের পূর্ব পরিচয় ছিল। এমনকী মহিলার ছেলে ও ভাই তাঁকে চিনতেন। সাদ্দাম সুরেখাকে খুন করতে পারে বলেও তাঁরা দাবি করেন। এরপরে পুলিশ সাদ্দামকে আটক করে জেরা শুরু করে। পুলিশের দাবি, জেরায় সাদ্দাম সুরেখাকে খুন করেছে বলে স্বীকার করে নিয়েছে।
পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন, অভিযুক্তকে জেরা করে তারা জানতে পেরেছে পাট খেতের মধ্যে সুরেখাকে ট্রাক্টর চাপা দিয়ে খুন করা হয়। এরপর একাধিকবার ট্রাক্টর তার শরীরের উপর চালিয়ে ওই দেহ ছিন্নভিন্ন করে দেওয়া হয়। এরপর জমির নানা জায়গায় সেই দেহাংশগুলিকে মাটিতে মিশিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল অভিযুক্ত৷ তবে কী কারণে মহিলাকে এমন নৃশংসভাবে খুন করা হল তা নিয়ে এখন স্পষ্ট কিছু জানায়নি পুলিশ। ঘটনার তদন্ত চলছে।