শেষ আপডেট: 26th September 2023 09:52
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: এবার সাইবার প্রতারকদের খপ্পরে পড়লেন খোদ ব্যাঙ্কের ম্যানেজার। প্রতারকরা তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় দু'লক্ষ টাকা তুলে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার কিনারা করতে এখন ওই ব্যাঙ্ক আধিকারিক তমলুক থানার দ্বারস্থ হয়েছেন (Tamluk Cyber Fraud)।
জানা গিয়েছে, নাগপুরের বাসিন্দা শচীনলক্ষ্মণ রাউত তমলুকের পাদুবসান এলাকার একটি বেসরকারি ব্যাঙ্ক শাখার রিলেশনশিপ ম্যানেজারের পদে রয়েছেন। ছ'বছর ধরে তিনি তমলুকেই থাকেন। অভিযোগ, গত ১৯ সেপ্টেম্বর বিকেলে ব্যাঙ্কের একটি গুরুত্বপূর্ণ মিটিং করছিলেন। সেই সময় মোবাইলের একটি কল আসে।
শচীনবাবু ফোন তুলতেই, অপরপ্রান্ত থাকা ব্যক্তি তাঁকে জানায় যে তাঁর ক্রেডিট কার্ডের লিমিট কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। শচীন বেশি কথা না বলেই ফোনটি কেটে দেন। এরপরেই দুটি ওটিপি ঢোকে তাঁর মোবাইল নম্বরে। অভিযোগ এরপরেই দু’দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৮৯ হাজার ৫০০ টাকা তুলে নেওয়া হয়। কোনও তথ্য শেয়ার না করেও কীভাবে তিনি প্রতারকদের ফাঁদে পড়লেন, সেই প্রশ্নই শচীনবাবুর মাথায় ঘুরতে থাকে। সঙ্গে সঙ্গেই তিনি থানায় বিষয়টি জানান। পরে শচীনবাবু জানাতে পারেন, প্রতারকরা মোবাইলের সিম ক্লোন করে এই প্রতারণার ফাঁদ পেতেছিল।
আরও পড়ুন: ক্রেডিট কার্ডের জন্য ফোন, কথা বলতে বলতেই অ্যাকাউন্ট থেকে গায়েব ২০ হাজার!