শেষ আপডেট: 24th November 2024 17:55
দ্য ওয়াল ব্যুরো: ট্যাব জালিয়াতি কাণ্ডে আরও চার জনকে পাকড়াও করল পুলিশ। শনিবার রাতে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানা ও মাটিগাড়া থানা এলাকা থেকে এক দম্পতি-সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে জলপাইগুড়ির নৌকাঘাট থেকে মেহবুব হুসেন নামে এক যুবককে এবং শিলিগুড়ির মাটিগাড়া এলাকা থেকে নজরুল ইসলাম ও রুকসানা খাতুন নামে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ, রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। সেই সূত্র ধরেই শনিবার রাতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তদন্তকারীরা মনে করছেন ওই দম্পতি নিজেদের অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন।
এদিন ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালত ও শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাচ্ছে পুলিশ। তবে শুধু তিনজনই নয়, আলিপুরদুয়ার থেকেও প্রবীর দাস নামে এক জনকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
বাংলায় নয়া আতঙ্ক ট্যাব কেলেঙ্কারি। রাজ্য সরকার একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনার সুবিধার জন্য ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায় ট্যাব দেয়। কিন্তু সেই ট্যাব কেনার জন্য পড়ুয়াদের জন্য নির্ধারিত ১০ হাজার টাকা অ্যাকাউন্টে ঢোকার কথা থাকলেও তা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে বলে অভিযোগ। এমন অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন।