শেষ আপডেট: 13th July 2020 16:34
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত অফিসের দরজায় লাগিয়ে দেওয়া হল তালা। ভিতরে আটকে তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান। তালা লাগিয়ে দেওয়ার পর পঞ্চায়েত অফিসের সামনের রাস্তায় কয়েকশ তৃণমূলকর্মীর স্লোগান-- "মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মা-মাটি-মানুষ জিন্দাবাদ, উমফানের টাকা কার পকেটে পঞ্চায়েত প্রধান জবাব দাও।" ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত। সোমবার বিকেলবেলা পঞ্চায়েত অফিসের তুমুল বিক্ষোভ দেখান শাসকদলের কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় স্বরূপ নগর থানার পুলিশ। এর মধ্যেই পঞ্চায়েত অফিসের সামনে এসে পড়েন পঞ্চায়েত সদস্য মঞ্জু আরা বিবি ও তাঁর স্বামী আবেদ মণ্ডল। তাঁদের উপরও চড়াও হয় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারী তৃণমূলকর্মীদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান সুশান্ত মিস্ত্রী এবং উপপ্রধান আশরাফ মোল্লা মিলে টাকা পয়সা নয়ছয় করছে। তাঁদের অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্তরা টাকা পাচ্ছে না। প্রধান, উপপ্রধান মিলে নিজেদের পছন্দ অনুযায়ী লোকের নাম তালিকায় তুলে দিচ্ছে। কয়েক ঘণ্টা আটকে থাকার পর প্রধান ও উপপ্রধানকে মুক্ত করে পুলিশ। পরে পঞ্চায়েত প্রধান বলেন, তাঁকে এবং উপপ্রধানকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। তাঁর দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্তদেরই নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। কিছু লোক বিশৃঙ্খলা পাকাতেই এই ঘটনা ঘটিয়েছে। তৃণমূল সূত্রে খবর স্বরূপ নগরের গোবিন্দপুর পঞ্চায়েতের প্রধানকে শোকজ করা হয়েছে। উমফান দুর্নীতি নিয়ে গত দেড় মাস যাবৎ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষোভ চলছে। কোথাও পঞ্চায়েত অফিসের শৌচাগারে আটকে রাখা হচ্ছে মহিলা পঞ্চায়েত প্রধানকে তো কোথাও কান ধরে উঠবস করানো হচ্ছে। এখন আর উমফান কোন্দল গ্রাম স্তরে আটকে নেই। মন্ত্রী বনাম মন্ত্রীও বাক যুদ্ধে জড়িয়ে পড়ছেন। দু'দিন আগেই দেখা গিয়েছিল হাওড়ার তিন তৃণমূলকর্মীকে সাসপেন্ড করার ঘটনা নিয়ে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বনাম সমবায় মন্ত্রী অরূপ রায় একে অন্যের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। রাজীবের বক্তব্য ছিল, চুনো-পুঁটিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কী হবে। আসল তো রাঘব বোয়ালরা। এসব দেখে এক বিজেপি নেতা টিপ্পনি কেটে বলেন, উমফানের ধাক্কায় দক্ষিণবঙ্গ যেমন তছনচ হয়ে গেছে, ক্ষতি পূরণ নিয়ে শাসকদলের জালিয়াতির বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভে গোটা তৃণমূল দলটাই তছনছ হয়ে যাচ্ছে। একুশের আগে আর গ্রামেগঞ্জে মাজা সোজা করে দাঁড়াতে পারবেনা।