শেষ আপডেট: 15th February 2023 10:18
দ্য ওয়াল ব্যুরো: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) থেকে বাকি সমস্ত বিজেপি বিধায়ককে অভিনব সাজে দেখা গেল বুধবারের বাজেট অধিবেশনে (Budget Session)। দেখা গেল সবার মুখে নীল রঙের মাস্ক। তার উপর সাঁটা রয়েছে একটি ৫০০ টাকার নোট (Rs 500 note)।
কেন?
শুভেন্দুদের বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা দিয়ে বাংলার মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছে রাজ্য সরকার। তার প্রতিবাদেই মাস্কের উপর ৫০০ টাকার নোট সেঁটে বিধানসভার বাজেট অধিবেশনে এসেছেন তাঁরা।
বাজেট বা বিধানসভার অধিবেশনে ইস্যুভিত্তিক প্রতিবাদে নানান ধরনের সাজ পোশাক নতুন নয়। অতীতে ডেঙ্গি ইস্যুতে থার্মোকলের মশা, মশারি এসব দেখা গিয়েছে বিধানসভায়। রান্নার গ্যাস, পেট্রলের জার নিয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদও নতুন নয়। তবে নোট সেঁটে এ হেন প্রতিবাদ সাম্প্রতিক সময়ে অভিনব বলেই মত অনেকের।
তৃণমূল অবশ্য কটাক্ষ করে বলেছে, ওদের কিছু বলার নেই বলে ওরা জোকার সেজে এসেছিল। এদিন লক্ষ্মীর ভাণ্ডারের এক্সটেনশন প্রকল্প ঘোষণা করা হয়েছে বাজেটে। বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারে নাম রয়েছে এমন মহিলাদের বয়স ৬০ বছর হয়ে গেলে তাঁরা এমনিই বার্ধক্যভাতা হিসেবে এক হাজার টাকা পাবেন। নতুন করে তাঁদের আর আবেদন করতে হবে না।
ডিএ ঘোষণার পর গর্জে উঠল সরকারি কর্মচারীদের অনশন মঞ্চ, ‘এই ভিক্ষা নিচ্ছি না’