শেষ আপডেট: 4th August 2023 07:45
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা যাবে বলে সম্প্রতি কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
কলকাতা হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেছিলেন শুভেন্দু। এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ওই মামলার শুনানি হয়। শুভেন্দু অধিকারীর আইনজীবীরা বলেন, হাইকোর্টে তাঁরা তাঁদের বক্তব্য রাখার সুযোগ পাননি। ১৮ জুলাই মামলা দায়ের হয়েছিল। ২০ জুলাই রায় ঘোষণা হয়। মামলার কথা ই-মেল মাধ্যমে জানানো হয়েছে বলে বলা হয়েছিল। কিন্তু ঘটনা হল, রোজ অন্তত ৫ হাজার ই-মেল আসে। সব কিছুর উপর নজর রাখা সম্ভব নয়।
শুভেন্দুর আইনজীবীর বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতে কলকাতা হাইকোর্টের উদ্দেশে বার্তা পাঠাচ্ছে যে শুভেন্দু বিরুদ্ধে যে মামলা হয়েছিল তা নতুন করে শুনতে হবে।
কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করার অনুমতি দিয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট এদিন জানিয়ে দিয়েছে, বিরোধী দলনেতার বিরুদ্ধে এখনই আর কোনও এফআইআর দায়ের করা যাবে না।
আদালতের এই রায়ের পর রাজনৈতিক ভাবে শুভেন্দুর অবস্থান মজবুত হল বলেই বিজেপি আশা করছে। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে উঠে পড়ে লেগেছিল বাংলার শাসক দল তথা সরকার। এতে ফের ওদের মুখ পুড়ল।
আবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “সর্বোচ্চ আদালতের রায় নিয়ে কোনও মন্তব্য করব না। তবে শুভেন্দু যে নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটের সময়ে অশান্তিতে উস্কানি দিয়েছিলেন তা নিয়ে কোনও সংশয় নেই। আশা করছি রাজ্য সরকার আইন অনুযায়ী পদক্ষেপ করবে।”
আরও পড়ুন: জন্মদিনের আগেই সব শেষ, বাবা-মার হাত ধরে প্রিন্সেপ ঘাটে যাওয়া হল না ছোট্ট সৌরনীলের