শেষ আপডেট: 6th September 2023 13:45
দ্য ওয়াল ব্যুরো: মামলার পর মামলা। এই অভিযোগে সুরক্ষা কবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার ওই মামলাতেই কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে (questioned High Court) পড়ল রাজ্য!
বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে উঠেছিল মামলাটি। বুধবার ওই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবীর উদ্দেশে বিচারপতি জানতে চান, “দল বদলের আগে শুভেন্দু অধিকারী কি কোনও অপরাধ করেননি?” জবাবে রাজ্যের আইনজীবী বলেন, “হতে পারেন ওই সময় শুভেন্দু শৃঙ্খলাপরায়ণ ছিলেন।”
এই সময় বিচারপতিকে বলতে শোনা যায়, “এটাও তো হতে পারে, সে সময় রাজ্য শুভেন্দুকে আড়াল করেছিল!”
তৃণমূলে থাকাকালীন শুভেন্দুর বিরুদ্ধে মাত্র একটি মামলা রয়েছে। একুশের বিধানসভা ভোটের আগে ২০২০ সালের ১৯ ডিসেম্বর দল বদল করেন শুভেন্দু। তারপর থেকে এই ক’বছরে তাঁর বিরুদ্ধে ২৭টি মামলা দায়ের হয়েছে বলে আদালতে পরিসংখ্যান তুলে ধরেন শুভেন্দুর আইনজীবী। আদালতের কাছে তাঁর অভিযোগ, “পুলিশ দিয়ে পদে পদে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাঁর মক্কেলকে।”
ওই পরিসংখ্যান তুলে ধরেই এদিন রাজ্যের আইনজীবীর কাছে একের পর এক প্রশ্ন রাখেন বিচারপতি। কীভাবে রাতারাতি একজনের বিরুদ্ধে এতগুলো মামলা হতে পারে , সেই প্রশ্ন তোলেন। নিজেদের দলে থাকাকালীন রাজ্য শুভেন্দুর অপরাধ আড়াল করেছিল কি না, তা নিয়েও এদিন এজলাসে সন্দেহ প্রকাশ করতে দেখা য়ায় বিচারপতিকে। আগামী ১৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।
আরও পড়ুন: ‘ওসি কে যেন ভোটের কাজে না ব্যবহার করা হয়’, ধূপগুড়িতে গিয়ে অবজারভারকে বললেন শুভেন্দু