শেষ আপডেট: 8th July 2023 16:19
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব হুঁশিয়ারি মতো রাজ্য নির্বাচন কমিশনের অফিসে তালা ঝোলালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রাজীব সিনহাকে গ্রেফতারের দাবিও জানালেন তিনি। এদিন সন্ধেয় কালো ব্যাচ পড়ে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে হাজির হন বিজেপির নন্দীগ্রামের বিধায়ক। রাজ্য নির্বাচন কমিশনারকে ‘মমতার দালাল’ আখ্যা দিয়ে তাঁর অভিযোগ, দিনভর ভোটের নামে প্রহসন করা হল। কোথাও ভোট গ্রহণের সুষ্ঠু পরিবেশ ছিল না। তারই জেরে একাধিক প্রাণহানির ঘটনা ঘটল। শুভেন্দুর অভিযোগ, “পঞ্চায়েত ভোটে ৫০ লক্ষ মানুষ ভোট দিতে পারেনি। মমতা ব্যানার্জির নেতৃত্বে, ভাইপোর ব্যবস্থাপনায়, রাজীব সিনহার তত্ত্বাবধানে ভোট লুঠ হয়েছে।”
রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার খোঁজে এরপরই কমিশন অফিসের সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে দেখা যায় শুভেন্দুকে (Suvendu Adhikari)। ‘দালাল রাজীব সিনহার কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগান দিতে দিতে সিঁড়ি দিয়ে ওঠেন। সেখানে কোলাপসেবল গেট তালা বন্ধ। ভিতরে কমিশনের লোকজন। গেটে ধাক্কা দিতে শুরু করেন শুভেন্দু। ভিতরে থাকা কমিশনের লোকজনের উদ্দেশে জানতে চান, ‘মমতা বেতন দেয়, তালা লাগিয়েছেন কেন?’
শুভেন্দু বলেন, সিসিটিভি মনিটারিং এবং ভিডিওগ্রাফির মধ্যে রাখতে হবে ভোট প্রক্রিয়া। এটা প্রধান বিচারপতির নির্দেশ ছিল। নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন সান্যাল লিখিতভাবে আদালতকে জানিয়েছিল, ৯৫ শতাংশ বুথে সিসিটিভি লাগিয়ে দিয়েছেন। কোন বুথে সিসিটিভি, কোন বুথে ভিডিওগ্রাফি সেটা নির্দিষ্ট করা ছিল। আমরা দাবি করেছি, রবিবার দুপুরের মধ্যে সিসিটিভি এবং ভিডিওগ্রাফি এক্সপার্ট টিমকে দিয়ে দেখতে হবে কত বুথে ছাপ্পা হয়েছে, কোথায় কোথায় বাইরের লোক বুথে ঢুকেছে । হয়ে থাকলে সেগুলি বাতিল করে, প্রয়োজনে মঙ্গলবারের ভোট গণনা পিছিয়ে, মঙ্গলবার নির্বাচন করতে হবে। সেখানে এক সেকশন করে কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে।
আরও পড়ুন: বাংলাকে দুর্নীতি ও হিংসা মুক্ত করার ডাক রাজ্যপালের