শেষ আপডেট: 13th August 2023 08:23
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: শুশুনিয়া পাহাড়ের কোলে ভরতপুর। এই অপূর্ব প্রকৃতিতেই আদর্শ পটুয়া গ্রামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Susunia hill Potua village)। তারপরেই সেখানে পটশিল্পীদের হাতে ঘরের চাবি তুলে দেন বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার।
একঝলক সে ঘরগুলির দিকে তাকালে মন আপনিই ভাল হয়ে যাবে। ছবির মতো সাজানো সারি সারি ঘর। প্রশস্ত বারান্দাগুলি রঙিন হয়ে রয়েছে উজ্জ্বল নানা ছবিতে। এমন ঘরের চাবি পেয়ে প্রাথমিকভাবে খুশি হয়েছিলেন পটশিল্পীরা। কিন্তু বাস করতে গিয়ে অন্য অভিজ্ঞতা গণেশ চিত্রকর, আদুরী চিত্রকর, বাসুদেব চিত্রকরদের। তাঁরা বলেন, “আমাদের ঘরগুলির টালি ফুটো থাকায় বৃষ্টি হলেই অঝোরে জল পড়ছে। গোয়াল ঘরের থেকেও বাজে অবস্থা এই ঘরগুলির। কী করে থাকব আমরা এখানে!”
পরিবার নিয়ে এখানে বাস করতে আসা গণেশ চিত্রকর, আদুরী চিত্রকররা জানান, তাঁদের সমস্যার কথা জেলা প্রশাসনকে জানিয়েছেন তাঁরা। এখন কবে এর সুরাহা হবে, সেদিকেই তাকিয়ে তাঁরা। বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার অবশ্য পটশিল্পীদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, “খুব শীঘ্রই ঘরগুলি মেরামত করা হবে যাতে বাড়ির ভেতরে জল না পরে।”
আসানসোলে বাড়িতে পুড়ে মৃত্যু সাব ইন্সপেক্টরের, মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফরে ছিলেন