শেষ আপডেট: 3rd June 2023 01:28
ধর্ষিতা মাঙ্গলিক কি? এলাহাবাদ হাই কোর্টের ‘অভাবনীয়’ রায়ে স্থগিতাদেশ শীর্ষ আদালতের
দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, ‘বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর’। বিচারপতি, বিচারকেরাও এই প্রবাদ-প্রবচন মুক্ত নন, নানা সময়ে তা সামনে এসেছে। এলাহাবাদ হাই কোর্টের একটি রায়কে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিচারপতি কুসংস্কারাচ্ছন্ন বলে অভিযোগ উঠেছে।
মামলাটি এই রকম, ধর্ষিতার সঙ্গে বিয়ের প্রস্তাবে সাড়া দেয়নি ধর্ষকের পরিবার। কারণ, ধর্ষিতা নাকি ‘মাঙ্গলিক’। অর্থাৎ মঙ্গলের দোষ আছে। ধর্ষকের পরিবারের এমন দাবি খতিয়ে দেখতে লখনউ বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ শাস্ত্র বিভাগকে গত ২৩ মে নির্দেশ দিয়েছিলেন এলাহাবাদ হাই কোর্টের এক বিচারপতি।
সংবাদমাধ্যমে এমন বিচিত্র রায়ের কথা জানতে পেরে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে তাতে স্থগিতাদেশ জারি করল শনিবার।
প্রশ্ন হল মাঙ্গলিক কী, কাদের, কেন মাঙ্গলিক হিসাবে চিহ্নিত করা হয়? জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কোনও নারী বা পুরুষের রাশির চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ পর্বে মঙ্গল গ্রহের প্রভাব থাকলে তাঁকে মাঙ্গলিক বা মঙ্গল দোষে দুষ্ট বলা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এমন নারী-পুরুষের বিবাহিত জীবন সুখের হয় না। এই মহিলা ও পুরুষদের গাছের সঙ্গে বিয়ে দেওয়ার রীতি আছে বহু রাজ্যে
এলাহাবাদ হাই কোর্টের ঘটনাটিতে মূল অভিযোগ, অভিযুক্ত বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে ধর্ষণ করে। আদালতে সেই অপরাধ প্রমাণিত হয়। ধর্ষিতার পরিবার অভিযুক্তের সঙ্গে বিয়ের প্রস্তাব দেয়।
সেই প্রস্তাবেই বেঁকে বসে অভিযুক্ত ও তার পরিবার। বলা হয় ধর্ষিতা মাঙ্গলিক দোষে দুষ্ট। তাই বিয়ে সম্ভব নয়। অভিযুক্ত পক্ষের এই বক্তব্য খতিয়ে দেখে দ্রুত আদালতে রিপোর্ট জমা করতে হাই কোর্ট নির্দেশ দেয় লখনউ বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ শাস্ত্র বিভাগকে। বহু কুসংস্কারাচ্ছন্ন হিন্দু বিশ্বাস করে, একজন মাঙ্গলিক এবং একজন অ-মাঙ্গলিকের মধ্যে বিয়ে অশুভ এবং বিপর্যয়কর হতে পারে। দেখা যায় বিচারপতিও এই বিশ্বাসের বাইরে নন।
সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সুধাংশ ধুলিয়া এবং পঙ্কজ মিথ্যাল শনিবার নিজেরাই বিশেষ বেঞ্চ গঠন করে এলাহাবাদ হাই কোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করেন। রায়টি অবাঞ্ছিত, অবাক করা এবং অপ্রত্যাশীত বলেও মন্তব্য করেন তাঁরা। রায়টির বিষয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতার দৃষ্টি আকর্ষণ করেন বিচারপতিরা। কেন্দ্রীয় সরকারের প্রধান আইনজীবীও রায়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন।