শেষ আপডেট: 26th March 2022 15:38
দ্য ওয়াল ব্যুরো : সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্পের জন্য জঙ্গলে লাগানো আছে ক্যামেরা। এবার সেই ক্যামেরাতেই ধরা পড়ল কাঠবেড়ালি জাতীয় এক স্তন্যপায়ী প্রাণীর ছবি। বন দফতর আধিকারিকদের কথায়, এমন প্রাণী এর আগে সুন্দরবনে দেখা যায়নি।
বাঘ গণনার জন্য সুন্দরবনের জঙ্গল জুড়ে বসানো হয়েছে ১১৬৪টি ক্যামেরা। ডিসেম্বর মাস থেকেই এই ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় ৫৮৪টি জায়গায় এই ক্যামেরা বসানো হয়েছে। সেই ক্যামেরাতেই ধরা পড়ল এই প্রাণীর ছবি।
বন দফতর সূত্রে খবর, প্রাণীটিকে দেখতে কাঠবেড়ালির মতো। মূলত দক্ষিণ এশিয়া, দক্ষিণ তাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় এদের দেখা যায়। তবে ভারতের পূর্বঘাট পর্বতের এলাকাতেও এমন প্রাণী দেখা যায়।
সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বলেন, 'এই প্রজাতির আরও প্রাণী এখানে রয়েছে বলে অনুমান করা হয়েছে। যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।' সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তরফে ইতিমধ্যেই প্রাণীটির ছবি পর্যালোচনার জন্য জার্নালে প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।
এই জঙ্গলে কীভাবে এই প্রাণী এল তা এখন পর্যন্ত জানা যায়নি। এমনকি এই প্রাণী কী পরিবেশে বংশবৃদ্ধি করতে পারে তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন : Dankuni TMC : ডানকুনিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ভাঙচুরের অভিযোগ কাউন্সিলারের অনুগামীদের বিরুদ্ধে