শেষ আপডেট: 16th July 2023 09:23
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোট (Panchayat election) মিটেছে। কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি (BJP)। ভোটের ফলাফল বিশ্লেষণ, রাজ্যের হিংসার ঘটনা--- সবনিয়েই এবার পর্যালোচনা বৈঠকে বসছে বঙ্গ বিজেপি। রবিবার সল্টলেকের বিজেপি দফতরেই এই বৈঠক করবেন শীর্ষ নেতৃত্ব। এই বৈঠকে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যে নিযুক্ত বিজেপির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক সুনীল বনসল, মঙ্গল পান্ডে, আশা লাকরা, অমিত মালব্য, দিলীপ ঘোষেরা। তবে এই বৈঠকে থাকছেন না শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, 'আগামী ৫-৬ মাসের মধ্যেই বাংলায় ওদের (পড়ুন তৃণমূল) সরকার পড়ে যাবে।' শনিবার এক অনুষ্ঠান থেকে তৃণমূল সরকারকে নিশানা করেছেন বনগাঁর সাংসদ। রবিবার শান্তনুর সুরেই সুর মেলালেন সুকান্তও।
পর্যালোচনা বৈঠকে যোগ দেওয়ার আগে সুকান্ত বললেন, 'সরকার যে কোনওদিন পড়ে যেতে পারে। পাঁচ-ছয় মাসে পড়তেই পারে। সরকার চলে বিধায়কদের সমর্থনে। একটা বড় অংশের বিধায়করা হঠাৎ মনে করতে পারেন তাঁরা এই সরকারকে আর সমর্থন করবেন না। আবার গণ আন্দোলনের জেরে কয়েকজন বিধায়ক বলতে পারেন আমরা আর বিধায়ক থাকব না। সরকার পড়ার অনেক রকম দিক থাকে।'
দিন দুয়েক আগেই দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছেন সুকান্ত। পঞ্চায়েত ভোট পর্বে বিজেপি বারবার রাজ্যে ৩৫৫ ও ৩৫৬ ধারা লাগু করার দাবি জানিয়েছে। হিংসা রুখতে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য কেন্দ্রের কাছে দরবারও করেছেন শুভেন্দুরা।
বিজেপি সূত্রে খবর, রবিবারের বৈঠকে ৩৫৫ ধারার দাবি নিয়েও আলোচনা হতে পারে। সেইসঙ্গে দলের অভ্যন্তরীণ ত্রুটি বিচ্যুতিও আলোচনায় উঠে আসতে পারে। সামনের বছরেই দেশে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে বঙ্গ বিজেপি। উনিশের থেকে যাতে বাংলা থেকে আরও বেশি আসন বিজেপির দখলে যায় সেটাই লক্ষ্য সুকান্তদের।
যদিও সুকান্তদের সরকার ফেলার দাবিতে আমল দিতে নারাজ তৃণমূল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'সরকার ফেলে দেওয়ার হুমকি বিজেপির একটা স্টাইল। কিন্তু বাংলায় দূরবীণ দিয়ে খুঁজলেও একনাথ শিন্ডে বা অজিত পাওয়ারকে পাওয়া যাবে না। বিজেপির কাছে চ্যালেঞ্জ রইল, গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করে বাংলায় ৩৫৫ ধারা জারি করতে চাইলে বাংলার মানুষ গণপ্রতিরোধ করে আটকে দেবেন।'
ফ্ল্যাট দখলকে কেন্দ্র করে বচসা! একবালপুরে বৃদ্ধ 'সঙ্গী'কে খুন করল যুবতী, গ্রেফতার ৩