শেষ আপডেট: 24th August 2023 15:22
দ্য ওয়াল ব্যুরো: বুধবার দুপুরে সিবিআই (CBI) সূত্রে জানা গিয়েছিল, পুর দুর্নীতি মামলায় রাজ্যের এক মন্ত্রীকে জরুরি ভিত্তিতে জেরা করার জন্য ডেকে পাঠানো হয়েছে। সেই প্রতিবেদন দ্য ওয়ালে প্রকাশ হয়েছিল। সেই সময়ে সিবিআইয়ের একটি সূত্র দাবি করেছিল, ওই মন্ত্রী হলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। কিন্তু সুজিত বুধবার দ্য ওয়ালকে জানিয়েছিলেন, তিনি সিবিআইয়ের থেকে কোনও ইমেল বা চিঠি পাননি।
সিবিআইয়ের ওই সূত্র দাবি করছে, সুজিত বসুকে ৩১ অগস্টের মধ্যে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। ২০১৬ সালে দক্ষিণ দমদম পুরসভায় ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত। সেই সময়েই নিয়োগ দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ।
পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের ব্যাপারে রাজ্য সরকার আপত্তি করেছিল। কিন্তু গত সোমবার সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আবেদন খারিজ করে দেয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ পরিষ্কার জানিয়ে দেয় যে শিক্ষা দফতরে নিয়োগ দুর্নীতির সঙ্গে পুরসভায় নিয়োগ দুর্নীতির যোগ রয়েছে। এ ব্যাপারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথ্য ও প্রমাণ পেশ করেছে।
ইডির পক্ষে সওয়াল করে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু সর্বোচ্চ আদালতকে জানান, এই দুই নিয়োগ দুর্নীতির মধ্যে মুখ্য যোগসূত্র তৈরি করেছিল অয়ন শীল। তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে যে তথ্য ও প্রমাণ উদ্ধার হয়েছে তাতে পরিষ্কার যে ঘুষের টাকা লেনদেন, মানি ট্রান্সফার এবং বেশি কিছু পেমেন্ট দুই দুর্নীতির ক্ষেত্রে অভিন্ন।
সিবিআই সূত্রে বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই পুর দুর্নীতির তদন্তে এগোতে শুরু করেছেন তাদের গোয়েন্দারা। কারণ সর্বোচ্চ আদালত কী রায় দেয় তার জন্য অপেক্ষা করা হচ্ছিল। শুধু রাজ্যের মন্ত্রী নয়, বেশ কয়েকটি পুরসভার বর্তমান ও প্রাক্তন প্রধান ও কাউন্সিলরকে এবার জেরার জন্য ডাকা হবে।
আরও পড়ুন: পুর নিয়োগ দুর্নীতিতে ‘হেভিওয়েট’ মন্ত্রীর যোগ? স্পিড পোস্ট করে ডেকে পাঠাল সিবিআই