শেষ আপডেট: 16th September 2022 04:41
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের (WBCPCR) নতুন চেয়ারপার্সন (chairperson) হলেন সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। তিনি বর্তমানে কমিশনের বিশেষ পরামর্শদাতা। আজ শুক্রবার থেকে চেয়ারপার্সনের দায়িত্বভার সামলাবেন সুদেষ্ণা। বিদায়ী চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী (Ananya Chakraborty) উপদেষ্টা (Advisor) হিসাবে কমিশনের সঙ্গে যুক্ত থাকবেন।
সাংবাদিকতা, চলচ্চিত্র, টেলিভিশনে অভিনয় এবং পরিচালনা-সহ বহুমুখী প্রতিভার অধিকারী সুদেষ্ণা কমিশনের সদস্য থাকাকালে শিশুদের উপর যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগগুলি নিষ্পত্তির কাজ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করেছেন। পকসো আইনের দুর্বলতার দিকগুলি চিহ্নিত করা, এই আইনের আধারে আদালত চালু করার বিষয়ে তাঁর তৎপরতা ছিল লক্ষণীয়।
বিদায়ী চেয়ারপার্সন অনন্যা শিশু অধিকার সুরক্ষা কমিশনকে অন্য মাত্রা দিয়েছেন। তাঁর সময়ে কমিশনের সক্রিয় ভূমিকা অনেকের প্রশংসা কুড়িয়েছে। তারমধ্যে উল্লেখযোগ হল, সংবাদমাধ্যমকে শিশুর অধিকার রক্ষা সম্পর্কে সচেতন ও উদ্যোহী করা। এই কাজে বড় ভূমিকা নিয়েছিলেন সুদেষ্ণাও।