শেষ আপডেট: 17th September 2023 08:09
দ্য ওয়াল ব্যুরো: হেড স্যারের বদলির অর্ডার! তা আসতেই কেঁদে ভাসাল পড়ুয়ারা (Students crying over transfer of head sir)। চোখে জল ধরে রাখতে পারচ্ছেন অভিভাবকরাও। এমনই ঘটনা ঘটেছে ভাটপাড়া (Bhatpara) পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী প্রাথমিক বিদ্যালয়ে।
তাঁদের দাবি, হেড স্যারে তাঁদের কাছে ভগবানের মতো, তার মতো ভালো মানুষকে কেন বদলি করা হচ্ছে, তার জবাব দিতে হবে।
এই স্কুলে দীর্ঘদিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। পড়ুয়াদের সঙ্গে তাঁর আত্মীয় যোগ তৈরি হয়েছেন। ছোটো ছোটো ছেলেমেয়েদের কাছে তিনি অনেকটাই অভিভাবকের মত।
এবিষয়ে প্রধান শিক্ষক সুব্রতবাবুর জানিয়েছেন, স্কুলগুলিতে এখন প্রধান শিক্ষক নিযোগের প্রক্রিয়া চলছে। তাই তাঁকেও স্বাভাবিক পদ্ধতিতে বদলি করা হচ্ছে। ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে একটা আত্মীক সম্পর্ক তৈরি হয়েছে বলেই হয়ত এত খারাপ লাগা রয়েছে।
প্রধান শিক্ষককে বদলি ব্যাপারে শুক্রবারই জেনে গিয়েছিলেন অভিভাবকরা। শনিবার স্কুল খুলতেই প্রতিবাদে আন্দোলনে নামেন তাঁরা। স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান।
ধোনির বাইক চলছে, সওয়ার জুনিয়র ক্রিকেটার, ফের শিরোনামে মাহি, দেখুন ভিডিও