শেষ আপডেট: 24th August 2022 18:06
দ্য ওয়াল ব্যুরো: ফের পড়ুয়াদের (students) বিক্ষোভ, ভাঙচুরের নিশানায় কলেজের (College) অধ্যক্ষ (Principal)। তুলকালাম অশান্তি জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজে (Jalpaiguri Commerce college)। অধ্যক্ষের ঘরে ঢুকে তাণ্ডব চালাল কলেজের পড়ুয়া থেকে শুরু করে অধ্যাপক অধ্যাপিকারা (Professors)।
জানা গেছে, গত সপ্তাহখানেক ধরে কলেজে চালু হয়েছে নতুন রুটিন। সেই নিয়েই শুরু অশান্তির। নয়া রুটিনে কলেজ শুরু হবে সকাল ১০.৩০ মিনিটে, এবং শেষ হবে বিকাল ৫টায়। পড়ুয়াদের দাবি, এই সময়সীমায় সমস্যায় পড়বেন দূর থেকে আসা ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা। পড়ুয়াদের একাংশ এই নতুন রুটিন বাতিল করে পুরনো রুটিন ফের চালু করার দাবিতে তালা লাগিয়ে দিয়েছিল কলেজে।
কিন্তু কলেজেরই অন্য একদল পড়ুয়া নতুন রুটিন চালু করার পক্ষপাতী ছিল। সূত্রের খবর, বুধবার দুপুরে নয়া রুটিন চালু করার দাবি নিয়ে অধ্যক্ষ ডঃ সিদ্ধার্থ সরকারের ঘরে ঢুকে যায় একদল ছাত্রছাত্রী। প্রিন্সিপ্যালের অভিযোগ, তাদের সঙ্গেই ঘরে ঢুকে পড়ে অধ্যাপক অধ্যাপিকা ও অশিক্ষক কর্মচারীদের একাংশ। সিসিটিভির লাইন বন্ধ করে দিয়ে টেবিল চাপড়াতে শুরু করে তারা। খুলে নেয় সিসিটিভি ক্যামেরাও। এমনকি, তাঁর গায়েও হাত দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় থানায় খবর দিতে বাধ্য হন অধ্যক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
অন্যদিকে, এই অশান্তির খবর ছড়িয়ে পড়তেই ছাত্রছাত্রীদের উপর চড়াও হয় তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ছাত্র পরিষদের নেতা শুভব্রত চৌধুরী। অন্যদিকে এই ইস্যুতে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন অধ্যক্ষ সিদ্ধার্থ সরকার। যদিও সমস্ত অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন কলেজের হেড ক্লার্ক রাজীব চৌধুরী। তাঁর দাবি, অধ্যক্ষ যদি তাঁর উপর চড়াও হওয়ার দাবি করে থাকেন, তবে সে ঘটনা তাঁকেই প্রমাণ করতে হবে।
বিজেপির পতাকা ধরুক সিবিআই-ইডি! মনোজ তিওয়ারির নেতৃত্বে প্রতিবাদ মিছিল তৃণমূলের