শেষ আপডেট: 11th May 2018 05:06
দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের ভিতরেই নার্সিং ছাত্রীর আত্মহত্যা। উত্তপ্ত হাসপাতাল চত্বর। ঘটনাটি ঘটেছে বাইপাসের ধরে পিয়ারলেস হাসপাতালে। রিঙ্কি ঘোষ নামে ওই ছাত্রীর মৃত্যু ঘিরে বিক্ষোভরত ছাত্রীদের পুরুষ নিরাপত্তারক্ষীরা মারধর করেছেন বলেও অভিযোগ। খবর সংগ্রহ করতে গেলে মারধর করা হয় সাংবাদিকদেরও। গুরুতর ভাবে আহত হয়েছেন এক চিত্র সাংবাদিক। জানা গিয়েছে, বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের বৈঠক ছিল। অভিযোগ সেই বৈঠকে বেশ কিছু ছাত্রীকে 'অপমানসূচক' কথাবার্তা বলে কর্তৃপক্ষ। এরপর রাত সাড়ে দশটা নাগাদ হস্টেলের বাথরুম থেকে উদ্ধার হয় তৃতীয় বর্ষের নার্সিংয়ের ছাত্রী রিঙ্কি ঘোষ। অভিযোগ উঠছে, ওই বৈঠকে অপমানিত হয়েই আত্মঘাতী হয়েছেন রিঙ্কি। ছাত্রীদের আরও অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তাঁদের উপর নানা ভাবে মানসিক চাপ সৃষ্টি করছিলো হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভে বসেন তাঁরা। কিন্তু সেখানে হাসপাতালের পুরুষ নিরাপত্তারক্ষীরা তাঁদের মারধর করেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের সামনেই নিরাপত্তারক্ষীদের হাতে আক্রান্ত হন সাংবাদিকরা। জানা গিয়েছে, এখনও হাসপাতাল চত্বরে বিক্ষোভ চলছে।