শেষ আপডেট: 1st September 2023 08:47
দ্য ওয়াল ব্যুরো: এমএ পাশ করে এখন নেট পরীক্ষা দেওয়ার প্রস্তুতি চলছে জোরকদমে। বাড়িতে বসে পড়াশোনার এই সময়ে জাঙ্ক জুয়েলারি নিয়েও কাজ করছেন। সেই জাঙ্ক জুয়েলারির ডিজাইন এবার রাখিতে তুলে আনলেন বিনপুরের (Binpur) রতনপুর গ্রামের স্বাগতা ভট্টাচার্য (Student made rakhi with the touch of junk jewellery)।
পড়াশোনার ফাঁকে এতদিন জাঙ্ক জুয়েলারি তৈরি করে হাত খরচের অনেকটাই তুলতেন। পরিবারেরও সুবিধা হত। এবার রাখি তৈরির ভাবনা আসায় সে পথে হেঁটে মন জয় করলেন স্থানীয়দের।
আরও পড়ুন: গ্যাসের দাম কমতেই ঢাক বাজালেন কেন্দ্রের মন্ত্রী, দেখুন ভিডিও