শেষ আপডেট: 18th January 2022 13:46
দ্য ওয়াল ব্যুরো: একই দিনে এক স্কুলছাত্রকে দু’বার করোনার ভ্যাকসিন দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। ডেবরা ব্লকের আলোক কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রের নাম উমেশ পাঁড়। ওই স্কুলের নবম শ্রেণির ছাত্র উমেশ। পরিবারের সদস্যদের অভিযোগ, সোমবার স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য ক্যাম্প হয়েছিল। সেই ক্যাম্পে ভ্যাকসিন নিতে গিয়ে ঘটে এই বিপত্তি। ওই ছাত্রের দাবি, ভ্যাকসিনের জন্য দু’টি কাউন্টার করা হয়েছিল স্কুলে। প্রথম কাউন্টারে তাকে ভ্যাকসিন দেওয়া হয়। সেখান থেকে বেরোনোর সময় অন্য কাউন্টার থেকে তার হাতে থাকা রশিদ দেখে জোর করে দ্বিতীয়বার ভ্যাকসিন দেওয়া হয়। এই ঘটনার পর আলোক কেন্দ্র স্কুলের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবনচন্দ্র হাঁসদা জানান, এক পড়ুয়াকে দু’বার ডোজ দেওয়া হয়েছে বলে খবর পেয়েছেন। বিএমওএইচ এর কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। ওই পড়ুয়া সুস্থ রয়েছে। তবে ডেবরা হাসপাতালে ডেকে পাঠানো হয়েছে তার অন্য কোন শারীরিক সমস্যা রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখার জন্য।