শেষ আপডেট: 6th December 2022 01:01
বিদ্যুতের গাড়ির সামনে শুয়ে পড়লেন পড়ুয়ারা, অগত্যা বাসভবনে ফিরলেন বিশ্বভারতীর উপাচার্য
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম : রাস্তায় শুয়ে পড়ে উপাচার্যের গাড়ি আটকালেন বিশ্বভারতীর পড়ুয়ারা (Student Block Vice Chancellor Car)। ফলে বাসভবনেই ফিরতে হল বিদ্যুৎ চক্রবর্তীকে। নিজেদের দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত উপাচার্যকে বাসভবনেই আটকে রাখবেন বলে পণ করেছেন বিশ্বভারতীর (Visva Bharati) পড়ুয়াদের একাংশ। এদের আন্দোলনের জেরেই ১৪ দিন ধরে কার্যত গৃহবন্দি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। মঙ্গলবার শান্তিনিকেতন থানার পুলিশের সাহায্য নিয়ে তিনি বেরোতে যান। কিন্তু বিক্ষোভরত পড়ুয়ারা গাড়ির সামনে বসে , শুয়ে বাধা দেন। ফলে বাসভবনেই ফিরতে হয় উপাচার্যকে।
দীর্ঘ দিন ধরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্ত নিয়ে সরব পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা, আশ্রমিকদের একটা বড় অংশ৷ এখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবন পূর্বিতার সামনে অবস্থান-বিক্ষোভে বসেছেন। ঠান্ডার মধ্যেও চলছে তাদের অবস্থান। অভিযোগ, আন্দোলনকারী এক পড়ুয়াকে ভর্তি নেওয়া হবে না বলে জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এক ছাত্রীকে গবেষণাপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বাড়িতে চিঠিও পাঠাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও অবিলম্বে সব রেজাল্ট প্রকাশ, এইড ফান্ড ও বিভিন্ন স্কলারশিপের টাকা অবিলম্বে প্রদান-সহ বেশ কিছু দাবি রয়েছে। এর মধ্যেই উপাচার্য বেরোতে গিয়ে বাধা পান।
অন্তঃসত্ত্বা স্ত্রী’র পেটে লাথি! গর্ভপাতের পর হাসপাতালে মৃত্যু, নৈহাটিতে বধূ নির্যাতনের অভিযোগ
আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের সামনেই বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা তাদের মারধর করেছে। সেখানকার ছাত্রী মীনাক্ষী ভট্টাচার্য বলেন, "আমাকে ও আমার সহকর্মীদের মারধর করে নিরাপত্তারক্ষীরা৷ এটা কবিগুরুর বিশ্বভারতী ভুলে গিয়েছেন এই উপাচার্য। উনি আমাদের সঙ্গে আলোচনায় বসেননি।" তাদের দাবি, আগে পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসে সব সমস্যার সমাধানের পরই উপাচার্য বাসভবন ছাড়ুক৷ এই ঘটনায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয় বিশ্বভারতীতে৷ মোতায়েন রয়েছে পুলিশ সহ বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা৷