শেষ আপডেট: 1st August 2023 13:51
দ্য ওয়াল ব্যুরো, কলকাতা: বেআইনি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার বা বেআইনি পানীয় জলের কারবার (Illegal Drinking Water) নিয়ে জনমানসে বিস্তর অভিযোগ ছিলই। তা ঠেকাতে এবার কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এর কারবারের নামে বেআইনি জল (Illegal Drinking Water) বাজারে ছড়িয়ে পড়ছে। এই মর্মে গত বছর একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। সেই রিপোর্টে রাজ্য জানিয়েছে, ইতিমধ্যেই বেআইনি পানীয় জলের কারবার রুখতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। বিভিন্ন জায়গায় হানা দিয়ে একাধিক বেআইনি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
আইনজীবীদের একাংশের মতে, রাজ্যের এই পদক্ষেপকে যথেষ্ট বলে মনে করছেন না বিচারপতি। তাই এবার রাজ্যে কতগুলি জল তৈরির কারখানার লাইসেন্স রয়েছে, তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে বিভিন্ন উৎসবের আগে পাউচ ড্রিঙ্কিং ওয়াটার এবং সেগুলি আদৌ পান যোগ্য কী না, তা নিশ্চিত করতে জনসাধারণের মধ্যে প্রচার চালানোর নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন: ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণা, কলকাতা পুলিশের খাতায় আগে থেকেই নাম ছিল নুসরতের!