শেষ আপডেট: 9th July 2023 19:26
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের হিংসার ফলে প্রায় প্রতিটি জেলাতেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত পোহালেই ফের নির্বাচন একাধিক জায়গায়। এর মধ্যে মুর্শিদাবাদে পুনর্নির্বাচনের বুথের সংখ্যা সবচেয়ে বেশি। মুর্শিদাবাদের কান্দি মহকুমার খরগ্রাম ব্লকের অন্তর্গত তিনটি বুথে সোমবার পুনরায় পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। তার আগেই পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল ইট (Stone thrown towards police)।
খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগর এলাকার এএম উচ্চবিদ্যালয়ে ডিসিআরসি সেন্টারের বাইরে অবৈধ জমায়েত করেছিল অসংখ্য সাধারণ মানুষ। এই জমায়েত হটাতে গিয়েই পুলিশ আক্রান্ত হয় সাধারণ মানুষের কাছে।
এই ঘটনার পর উত্তপ্ত রয়েছে গোটা এলাকা। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং বিশাল পুলিশ বাহিনী। পুনরায় পঞ্চায়েত নির্বাচনের আগে ডিসিআরসির সামনে এই ঘটনায় আবারও পঞ্চায়েত নির্বাচনের সুস্থতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পঞ্চায়েত নির্বাচনের মতোই একই চিত্র দেখা যাবে কিনা সেই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে সব মহলে।
রাজ্যের কমবেশি ৭০০ বুথে পুনর্নির্বাচন, সবচেয়ে বেশি অধীরের জেলায়, তারপরেই মালদহ