শেষ আপডেট: 22nd March 2020 14:32
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানে শ্রমিকের কাজ করা এক যুবককে গ্রামে ঢুকতে বাধা দিলেন গ্রামবাসীরা। বাধ্য হয়ে গ্রামের বাইরে একটা কালীমন্দিরে কয়েক দিন থাকেন ওই যুবক। অবশেষে খবর পেয়ে তাঁকে উদ্ধার করলেন স্বাস্থ্য দফতরের কর্মীরা। নিয়ে যাওয়া হল কোয়ারেন্টাইনে। ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার বোল্লা আদিবাসী পাড়ায়। সেখানকার এক যুবক দীর্ঘদিন ধরে রাজস্থানে শ্রমিকের কাজ করেন। তাঁর স্ত্রী ও ছেলে অন্য গ্রামে থাকেন। রাজস্থানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় রাজ্যে ফেরেন ওই যুবক। সপ্তাহখানেক আগে তিনি গ্রামে ঢুকতে গেলে গ্রামবাসীরা বাধা দেন। তাঁকে জানিয়ে দেওয়া হয়, এই অবস্থায় গ্রামে ঢুকতে দেওয়া হবে না। বাধ্য হয়ে গ্রামের বাইরে একটি বোল্লা কালীমন্দিরে থাকা শুরু করেন ওই যুবক। বারবার গ্রামে ঢোকার আকুতি করেন। কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। ওই কালীমন্দিরের নাটমন্দিরে থাকা শুরু করেন যুবক। কয়েক দিন পরে তা চোখে পড়ে সেখানকারই কয়েকজন মানুষের। তাঁরাই স্বাস্থ্য দফতরে খবর দেন। জানা গিয়েছে, খবর পেয়ে স্বাস্থ্য দফতরের কর্মীরা ওই যুবককে দেখে গেলেও তাঁর চিকিৎসার কোনও ব্যবস্থা করেননি। ফলে ফের প্রশাসনের কাছে আর্জি জানান ওই স্থানীয় মানুষরা। জেলাশাসকের নজরে আসে গোটা জিনিসটা। তারপরেই পদক্ষেপ নেওয়া হয়। সূত্রের খবর, জেলাশাসক নিখিল নির্মল ব্লক মেডিক্যাল অফিসারকে পুরো বিষয়টি জানান। তিনি দল পাঠান। তাঁরা ওই যুবককে উদ্ধার করে নিয়ে এসে কোয়ারেন্টাইনে রাখেন। বর্তমানে ওই যুবক ভাল রয়েছেন বলেই স্বাস্থ্য দফতর সূত্রে খবর। তবে আরও কিছুদিন ওই কালীমন্দিরে থাকতে হলে তাঁর শরীর আরও খারাপ হতে পারত বলেই আশঙ্কা তাঁদের।