শেষ আপডেট: 3rd November 2021 10:43
দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে বোর্ড। আগামী বছরের মার্চ মাসে মাধ্যমিক এবং এপ্রিল মাসে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আপাতত অনলাইনে পরীক্ষার সম্ভাবনা নেই। পর্ষদ এবং সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা অফলাইনেই হবে। আর সেই ঘোষণা অনুযায়ী এবার প্রস্তুতি শুরু হয়ে গেছে স্কুলগুলিতে (School)। উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছর হোম সেন্টারে হবে। অর্থাৎ নিজেদের স্কুলেই বসে পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা। শহরের অনেক স্কুলে তাই বোর্ডের মূল পরীক্ষার আগে একটি পরীক্ষামূলক পরীক্ষা নেওয়ার কথা ভাবা হচ্ছে। শহরের একাধিক সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের প্রধানরা জানিয়েছেন, মূল পরীক্ষার আগে একটি পরীক্ষার আয়োজন করা হবে, যেটি অফলাইনে হবে। দীর্ঘ প্রায় ২০ মাস স্কুলের দরজা বন্ধ থাকার পর চলতি মাস থেকে স্কুল খুলছে। অনেক দিন হল অফলাইনে স্কুলে সকলের মাঝে বসে পরীক্ষা দেয়নি ছাত্রছাত্রীরা। তাই মূল পরীক্ষার আগে একটি পরীক্ষা আয়োজন করে পড়ুয়াদের বোর্ডের পরীক্ষার নিয়মনীতি বুঝিয়ে দেওয়া দরকার বলে মত শিক্ষকদের। সেই ব্যবস্থাই করা হচ্ছে। স্কুল খোলার পর এই পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের। দুবছর পর অফলাইনে পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা, তাই কীভাবে পরীক্ষা দিতে হয়, কী কী তার নিয়মকানুন সেসব ঝালিয়ে নেওয়া দরকার। এদিকে উচ্চ মাধ্যমিকের আগে টেস্ট পরীক্ষা হবে কিনা তা স্কুল কর্তৃপক্ষের উপর ছেড়ে দিয়েছে শিক্ষা সংসদ। স্কুলগুলি চাইলে টেস্ট পরীক্ষার আয়োজন করতে পারে। ২০২২ সালে যারা উচ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা শেষবার পরীক্ষায় বসেছিল ২০২০-র মাধ্যমিকে। আগের বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। হয়নি একাদশের বার্ষিক পরীক্ষাও। কোভিডের কারণে তা বাতিল করে দিতে হয়েছিল। দীর্ঘদিন অনলাইনে ক্লাস করার পর তাই মূল পরীক্ষার আগে একটি টেস্ট অত্যন্ত জরুরি বলে মনে করছেন স্কুল প্রধানরা। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এই পরীক্ষামূলক পরীক্ষা হতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের।