শেষ আপডেট: 6th March 2020 06:50
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চুঁচুড়ার তিন নম্বর গেট সমবায় পল্লি এলাকার একটি জলাশয় থেকে শুক্রবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। খুন করে তাঁকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে পরিবারের অভিযোগ। এদিন সকালে পুকুরের সামনের রাস্তায় চাপচাপ রক্ত, ভাঙা উইকেটের টুকরো ও রক্ত মাখা চটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকার মানুষ। পরে ঘটনাস্থলে এসে পুকুর থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। পুকুর ধার থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করে চুঁচুড়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সুমিত সরকার (২৪)। বাড়ি আয়মা কলোনিতে। তাঁকে উইকেট দিয়ে পিটিয়ে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে অনুমান পুলিশের। সুমিতকে আগে একবার চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। দিন পনেরো আগেও একবার আটক করা হয়েছিল তাঁকে। সুমিতের দাদা বিশ্বনাথ জানান, বিয়ে বাড়ি থাকায় পাঁচদিন বাড়িতে ছিল না সুমিত। বৃহস্পতিবার বিকেলে বাড়ি ফেরে। সন্ধেবেলা বাড়ি থেকে বের হয়েছিল। তারপর আর বাড়ি ফেরেনি। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে যে চটি আর মোবাইল ফোন পাওয়া গেছে সেটা ভুটুন নামে স্থানীয় একটি ছেলের। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শুক্রবার সকালে চন্দননগর কমিশনারেটের এসিপি ডিডি গোলাম সারওয়ার ঘটনাস্থলে তদন্তে যান। পুরনো বিবাদের জেরেই ওই যুবককে খুন করা হয়েছে বলে তাঁর অনুমান। ঘটনার সময় তিন থেকে চারজন ছিল বলেও প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব দ্রুত খুনের ঘটনার কিনারা হবে বলেই তাদের আশা।