শেষ আপডেট: 12th November 2020 06:07
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আততায়ীর গুলিতে মৃত্যু হল অন্ডালের খাস কাজরা এলাকার এক তৃণমূল কর্মীর। পুলিশ জানিয়েছে মৃতের নাম ধরমবীর নুনিয়া (৪১)। বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ দুই সঙ্গীকে নিয়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন তিনি। হঠাৎই বেশ কয়েকজন যুবক মোটরবাইকে করে এসে তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।। বেশ কয়েক রাউন্ড গুলি চালায় তারা। মাটিতে লুটিয়ে পড়েন ধরমবীর ও তাঁর দুই সঙ্গী। পরপর গুলির শব্দ ও তিনজনের চিৎকার শুনে ছুটে আসেন এলাকার মানুষ। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানেই ধরমবীরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দুজনের চিকিৎসা চলছে সেখানেই। মৃত ধরমবীরের পরিজনরা জানান, গত কয়েকদিন ধরেই তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে। ধরমবীরের এক শালা বলেন, ‘‘বিষয়টা জানতে পেরে জামাইবাবুকে বাইরে বের হতে বারণ করেছিলাম। কিন্তু বাইরে না বেরোলে কাজকর্মই বা হবে কী করে? বুধবার বেশি রাতে আমরা জানতে পারি গুলি করা হয়েছে তাঁকে।’’ কারা কেন গুলি করেছে সে বিষয়ে অবশ্য কিছু বলতে চাননি তিনি। আসানসোল জেলা পরিষদের তৃণমূল সদস্য বিষ্ণুদেব নুনিয়া জানান, রাতে খেয়েদেয়ে শুয়ে পড়েছিলেন। হঠাৎই পরপর গুলির শব্দ শুনতে পান। তিনি বলেন, চারপাশে শোরগোল পড়ে গিয়েছিল। আমরা সবাই ছুটতে ছুটতে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি গুলি লেগেছে আমাদের কর্মী ধরমবীরের। আক্রমনকারীরাও তৃনমুলেরই সমর্থক।’’ তবে কি কারণে এমন ঘটনা ঘটল সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি। তবে স্থানীয় বিজেপি নেতা আশিস চ্যাটার্জি বলেন, কয়লা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে এই ঘটনা ঘটে।