শেষ আপডেট: 10th February 2021 13:15
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গন্ডগোলের জের। পঞ্চায়েত মহিলা উপপ্রধানের বাড়ি ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল স্থানীয় কিছু তৃণমূল কর্মীর বিরুদ্ধে। উঠল শ্লীলতাহানির অভিযোগও। দুর্গাপুর-পঞ্চায়েত অফিস নয়, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের টোকেন দিতে হবে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে এমনই দাবি করেছিলেন স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী। এই অন্যায় দাবি মেনে নিতে না পারায় তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত উপপ্রধান এখন দলের কর্মীদের একাংশের হাত থেকে বাঁচতে পুলিশের সাহায্য প্রার্থনা করছেন। এই ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বামুনারা এলাকায়। তৃণমূল পরিচালিত গোপালপুর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান শম্পা পাল জানান, স্বাস্থ্য সাথীর ছবি তোলার কাজ শুরু হচ্ছে এলাকায়। প্রধানের নির্দেশমাফিক ছবি তোলার জন্য টোকেন দেওয়ার কাজ শুরু হয়েছে পঞ্চায়েত অফিস থেকে। কিছু টোকেন তিনি ঘর থেকে দিচ্ছিলেন। তিনি বলেন, ‘‘আজ হঠাৎই বেশ কয়েকজন সক্রিয় তৃণমূল কর্মী এসে জানান, পার্টি অফিস থেকে দিতে হবে টোকেন। কিন্তু সরকারি কাজ সরকারি অফিস থেকেই হওয়া উচিত আমি এই কথা বলার পর দলবল নিয়ে এসে ওই তৃণমূল কর্মীরা আমার ঘরে চড়াও হয়। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তারা। আমার শ্লীলতাহানিরও চেষ্টা করে।’’ অভিযোগ, তৃণমূলের ওই কর্মীদের হাত থেকে রক্ষা পাননি তৃণমূল কংগ্রেসের বামুনারা অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি বিকাশ রায়ও। তার বাড়িতে এসেও অভিযুক্তরা শাসানি দিয়ে যায়। দলেরই এই গোষ্ঠীদ্বন্দ্বে রীতিমতো বিড়ম্বনায় ঘাস ফুল শিবির। তৃণমূলের টিকিটে নির্বাচিত মহিলা পঞ্চায়েত উপপ্রধান কাঁকসা থানায় দলের কর্মীদের একাংশের বিরুদ্ধেই লিখিত অভিযোগ জানিয়েছেন। চাইছেন নিরাপত্তা। এ ব্যাপারে কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবদাস বক্সি বলেন,‘‘পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েতের মহিলা উপপ্রধান। পুলিশ তার নিজের মতো করে কাজ করুক। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।’’