শেষ আপডেট: 20th April 2020 06:10
বৃদ্ধের করোনা পজিটিভ রিপোর্ট আসতেই কোয়ারেন্টাইনে বর্ধমান মেডিক্যাল ও কাটোয়া হাসপাতালের ৫৬ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ভিন জেলার এক ক্যানসার আক্রান্ত বৃদ্ধের শরীরে করোনার ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলতেই কোয়ারেন্টাইনে পাঠানো হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ও কাটোয়া মহকুমা হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীকে। মুর্শিদাবাদের ক্যানসার আক্রান্ত ওই বৃদ্ধকে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে তিনি বেশ কয়েকদিন ভর্তি ছিলেন। জ্বর না কমায় দু’দিন আগে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসার জন্য আনা হয়। সঙ্গে সঙ্গে তাঁকে বামচাঁদাইপুরে ২ নম্বর জাতীয় সড়কের ধারে কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপরই লালারসের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। রিপোর্ট এলে দেখা যায় ওই বৃদ্ধের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি রয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মী-সহ মোট ৩৮ জন এবং কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মী-সহ মোয ১৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানোর নির্দেশ দেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, ‘‘এঁদের প্রত্যেককে সরকারি কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রবিবারই ওই বৃদ্ধকে কলকাতার একটি কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।’’