Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
নিম্নচাপ কিছুটা সরলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ, বাড়বে ভোগান্তি'ওঁকে অসুস্থ বলে মনে হচ্ছে, ভয়ানক লাগছে’, করণের চেহারা দেখে উদ্বেগে নেটপাড়াশরীরের একদিকে ব্লেজার, আরেক দিকে শুধুই ব্রা! প্রিয়াঙ্কার ফটোতে কমেন্ট আসছে 'উফ! সো... হট'বিশ্বমঞ্চে মোস্টলি সেন! টাইমসের ‘ডিজিটাল কণ্ঠ’-র তালিকায় একমাত্র ভারতীয় প্রাজক্তাকানাডায় কপিল শর্মার ক্যাফেতে এলোপাথাড়ি গুলি, রাতের অন্ধকারে হামলা! দেখুন সেই ভিডিওবালুচিস্তানের ১৭ জায়গায় একযোগে হামলা বিদ্রোহীদের, মুখে কুলুপ পাকিস্তানেরবাজারে ছ্যাঁকা! লঙ্কা ২০০, বেগুন ১০০, সবজির দাম হু-হু করে চড়ছে, দায়ী টানা বৃষ্টি?চুল কাটতে বলতেন প্রধান শিক্ষক, কুপিয়ে খুন করল দুই ছাত্র! গুরুপূর্ণিমায় হরিয়ানায় নৃশংসতা‘জীবনের বৃত্তপূরণ হল’, লর্ডসের মিউজিয়ামে সুদৃশ্য প্রতিকৃতি উন্মোচনে আবেগবিহ্বল শচীনহরিয়ানায় বাবার হাতে খুন টেনিস প্লেয়ার রাধিকা যাদব, কারণ নিয়ে অন্ধকারে পুলিশ

পরিবেশবান্ধব মেলা, তাই গঙ্গাসাগরে এসে ধুনি বাতিল করলেন হিটারবাবা

নকিবউদ্দিন গাজি : এ বার পরিবেশবান্ধব মেলা। তাই মেলায় যোগ দিয়ে নিজেকে সময়োপযোগী করে নিলেন গঙ্গাসাগরে আসা নাগা সন্ন্যাসী চেতনবাবাও। তাঁর কার্যকলাপে ইতিমধ্যেই হিটারবাবা নামে পরিচিতি পেয়েছেন তিনি। একেবারে কপিলমুনির আশ্রমের পাশেই নাগা সন্ন্যাসী

পরিবেশবান্ধব মেলা, তাই গঙ্গাসাগরে এসে ধুনি বাতিল করলেন হিটারবাবা

শেষ আপডেট: 15 January 2020 04:06

নকিবউদ্দিন গাজি : এ বার পরিবেশবান্ধব মেলা। তাই মেলায় যোগ দিয়ে নিজেকে সময়োপযোগী করে নিলেন গঙ্গাসাগরে আসা নাগা সন্ন্যাসী চেতনবাবাও। তাঁর কার্যকলাপে ইতিমধ্যেই হিটারবাবা নামে পরিচিতি পেয়েছেন তিনি। একেবারে কপিলমুনির আশ্রমের পাশেই নাগা সন্ন্যাসীদের আস্তানা। আর সেখানেই দেখা মিলল হিটারবাবার। সাধারণত আস্তানায় ধুনি জ্বালিয়ে রাখেন নাগা সন্ন্যাসীরা। সাগরমেলাতেও তার ব্যতিক্রম হয় না। কিন্তু এ বার গঙ্গাসাগর মেলাকে পরিবেশ বান্ধব মেলা বলে ঘোষণা করেছে রাজ্যসরকার। তাই ধুনির আগুন জ্বালানো থেকে বিরত রইলেন চেতনবাবা। আস্তানায় বৈদ্যুতিক হিটার রেখে ধ্যানে মগ্ন হলেন তিনি। ধ্যান ভাঙতে হিন্দিতে যা বললেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “বর্তমানে দেশ এগোচ্ছে। তারসঙ্গে তাল মিলিয়েই এই রাজ্যে সরকার সাগরমেলাকে পরিবেশবান্ধব মেলা ঘোষণা করেছে। ধুনি জ্বালালে কাঠের ধোঁয়ায় দূষণ ছড়ায়। তাই আর ধুনি না জ্বালিয়ে হিটার রেখে দিয়েছি। তাছাড়া কাঠ পেতেও এখন বেগ পেতে হয়।” মকরসংক্রান্তিতে মঙ্গলবার রাত থেকে সাগরতীর্থে এক সাথে ডুব দিলেন লক্ষাধিক মানুষ। মাহেন্দ্রক্ষণ মেনে রাত ১.২৪ মিনিট থেকে শুরু হয় পূণ্য স্নানের সময়। মাহেন্দ্রক্ষণে স্নান করার জন্য সাগরতটে ভিড় জমতে থাকে পুণ্যার্থীদের। তাঁদের নিরাপত্তার কথা ভেবে আঁটোসাঁটো ছিল নিরাপত্তার বলয়। পুণ্যস্নানের সময় শেষ হচ্ছে ১৬ তারিখ রাত ১২ টা ২৪ মিনিটে।

ভিডিও স্টোরি