শেষ আপডেট: 1st June 2020 01:50
হোম কোয়ারেন্টাইনের চিঠি, পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন রানাঘাটের সাংসদ
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। নদিয়া জেলা স্বাস্থ্য দফতর রানাঘাটের বিজেপির সাংসদ জগন্নাথ সরকারকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য জন্য চিঠি পাঠিয়েছিল।
গত ২৫ মে। রাত তিনটের সময় ঘুম থেকে তুলে তাঁকে চিঠি দিতে যায় পুলিশ। তবে সেই চিঠি গ্রহণ করেননি জগন্নাথবাবু। কিন্তু তারপর থেকেই তাঁর বাড়ির সামনে পুলিশ বসানো হয়েছে বলে সাংসদের অভিযোগ। তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করছে পুলিশ।
সাংসদ জানান, গত ২৫ মে সামাজিক দূরত্ব মেনে নবদ্বীপ স্বরূপগঞ্জ এলাকায় প্যান্ডেল করে যারা সেলফ কোয়ারেন্টাইনে আছে তাঁদের দুর্দশার কথা কথা জানতে গিয়েছিলেন। তারপরেই জেলা স্বাস্থ্য দফতর তাঁকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়। জগন্নাথবাবু বলেন, ‘‘সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এই চিঠি ধরাতে এসেছিল পুলিশ। কিন্তু আমি সেই চিঠি নেইনি। উল্টে স্বাস্থ্য দফতরের কাছে জানতে চাই কেন আমাকে এই চিঠি পাঠানো হয়েছিল? কিন্তু স্বাস্থ্য দফতর এই চিঠির কোনও উত্তর দেয়নি। আমি যাতে বাড়ি থেকে বের হতে না পারি তারজন্য বাড়ির সামনে সর্বক্ষণ পুলিশ পাহারা দিচ্ছে।’’
সাংসদের অভিযোগ, বাড়ির কাছেই আড়পাড়ায় তাঁর পুকুর রয়েছে। গত কয়েকদিন ধরে সেই পুকুরের মাছ মরে যাচ্ছে। সেখানেও যেতে দেওয়া হচ্ছে না তাঁকে। শনিবার বাধ্য হয়ে বাড়ি থেকে মোটরবাইকে করে তিনি রওনা হয়েছিলেন। কিন্তু বাড়ির সামনেই পুলিশ তাঁকে আটকে দেয়। দীর্ঘক্ষণ ধরে বচসা চলে পুলিশের সঙ্গে। তাও পুকুরে যেতে দেওয়া হয়নি।
এ বিষয়ে জেলার প্রশাসনিক কর্তারা অবশ্য কোনও মন্তব্য করতে নারাজ। জেলাশাসক বিভু গোয়েলকে প্রশ্ন করা হলে তিনি এ ব্যাপারে কিছু বলতে অস্বীকার করেন। মুখ খোলেননি স্বাস্থ্য দফতরের কোনও কর্তাও।