শেষ আপডেট: 21st December 2020 14:27
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শ্মশানে চুল্লি খারাপ। কোভিডে মৃতদের দেহ জমা হচ্ছে হাসপাতাল মর্গে। মৃতদেহ রাখা নিয়ে চূড়ান্ত সমস্যা দেখা দিয়েছে। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের মর্গে বারোটি মৃতদেহ রাখা যায়। এই মুহুর্তে সতেরোটি মৃতদেহ পড়ে রয়েছে বলে জানা গেছে। প্রতিদিনই মৃত্যু হচ্ছে কোভিড হাসপাতালগুলোতে। শ্রীরামপুর শ্রমজীবী কোভিড হাসপাতালে নিজস্ব মর্গ নেই। মর্গ নেই ডানকুনির সেভেন রেঞ্জার্স কোভিড হাসপাতালেও। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের মর্গে রাখা হয় মৃতদেহ। চন্দননগর আর ভদ্রেশ্বর শ্মশানে দাহ করা হয় সেই মৃতদেহ। কিন্তু শ্মশানের বৈদ্যুতিক চুল্লি খারাপ থাকায় মৃতদেহ দাহ করা যাচ্ছে না বলে জানিয়েছেন ওয়ালস হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রবীর ঘোষাল। ওয়ালস হাসপাতালের সুপার জয়ন্ত সরকার স্বীকার করে নিয়েছেন হাসপাতাল মর্গে মৃতদেহ রাখার জায়গা নেই। শ্রমজীবী হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সুপার বিদ্যুৎ ঘোষ জানান, কোভিড হাসপাতালে মর্গ না থাকায় মৃতদেহ পরে থাকায় সমস্যা তৈরি হয়েছে। মৃতদেহ পড়ে থাকলে দুর্গন্ধ ছড়াবে, সংক্রমনও ছড়ানোর আশঙ্কা থাকছে। শ্রমজীবী হাসপাতাল পরিচালনার দায়িত্বে থাকা গৌতম সরকার বলেন, ‘‘প্রথম থেকেই ওয়ালস হাসপাতালে কোভিডে মৃতদের দেহ পাঠানো হয়। কিন্তু আজ জানানো হল হাসপাতালের মর্গ ভর্তি। এখন মৃতদেহ রাখা যাবে না। গতকাল সরকারি নির্দেশ এসেছে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া যাবে। তবে তাতেও একটা সমস্যা দেখা দিয়েছে। যেহেতু কোভিডে মৃত, তাই দেহ নিয়ে কোথায় যাবেন বুঝতে পারছে না মৃতের পরিবার।’’