শেষ আপডেট: 7th January 2021 15:28
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আর্থিক তছরুপের অভিযোগে ঘেরাও হলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউআইটির অধ্যক্ষ। বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব টেকনোলজির (ইউআইটি) শিক্ষক ও অশিক্ষক কর্মীরা তাঁকে ঘেরাও করে রাখেন। ইউআইটির অ্যাকাউন্টস অফিসার কমলকৃষ্ণ দাসের অভিযোগ, অধ্যক্ষ অভিজিৎ মিত্র বিশ্ববদ্যালয়ের আবাসনে থাকলেও হাউস রেন্ট নেন। পাশাপাশি তিনি বেআইনি ভাবে স্পেশাল অ্যালাউন্সও নেন। তিনি বলেন, ‘‘কোয়ার্টারে থাকলেও অধ্যক্ষ বাড়ি ভাড়ার টাকা নিচ্ছেন। এই বিষয়টি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারকে জানানো হলে তিনি টাকা কেটে নিতে বলেন। সেই মত আমি অধ্যক্ষের কাছ থেকে তিন বারে টাকা কাটার বিষয়টি তাঁকে জানাই। তাতে অধ্যক্ষ সম্মতিও দেন। সেইমত প্রথমবার টাকা কেটে নেওয়া হয়। তারপর তিনি বলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে গোটা বিষয়টি আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেবেন। এইভাবেই দিনের পর দিন বাড়ি ভাড়া ও স্পেশাল অ্যালাউন্স নিয়ে যাচ্ছেন।’’ একই অভিযোগ করেন ইউআইটির শিক্ষক অমিয় ঘোষ। তিনি বলেন, ‘‘এখনও পে কমিশন চালু হয়নি ইউআইটিতে। অথচ এই মহামারী পরিস্থিতিতে অধ্যক্ষ নিজে আর্থিক ভাবে সব কিছু গুছিয়ে নিচ্ছেন। সম্পূর্ণ বেআইনি ভাবে তিনি সব কিছু করছেন।’’ এরই প্রতিবাদে বৃহস্পতিবার অধ্যক্ষকে ঘেরাও করেন কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারিরা। অধ্যক্ষ অভিজিৎ মিত্র অবশ্য বলেন, ‘‘আমি এক কিস্তির বাড়ি ভাড়ার টাকা কাটিয়ে দিয়েছি। বাকিটা কাটতে মানা করেছিলাম অ্যাকাউন্টস অফিসারকে। কারণ আগে যিনি অধ্যক্ষ ছিলেন, তিনি এই সুবিধা নিয়েছেন। এখানে কোনও আর্থিক তছরুপ বা দুর্নীতি হয়নি।’’