শেষ আপডেট: 14th February 2020 08:21
ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : ছাগলের টোপে খাঁচাবন্দি হল চিতাবাঘ। হাঁফ ছেড়ে বাঁচলেন চা শ্রমিকরা। গত একমাস ধরে ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছিল একটি চিতাবাঘ। আতঙ্কে দিশাহারা হয়ে পড়েছিলেন চা শ্রমিকরা। চিতাবাঘটিকে খাঁচাবন্দি করতে চা বাগানের ১৪ নম্বর সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে বনদফতর। শুক্রবার সকালে চাবাগানে কাজ করতে এসে চিতাবাঘের গর্জন শুনতে পান চাবাগানের শ্রমিকরা। এরপরেই তাঁরা এসে দেখেন খাঁচায় দাপাদাপি করছে একটি চিতাবাঘ। এরপরেই তাঁরা খবর দেন বিন্নাগুড়ির ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। https://www.youtube.com/watch?v=RIDunAY8k_A খবর পেয়ে চলে আসেন বনকর্মীরা। বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার অর্ঘ্যদীপ রায় বলেন, “লক্ষ্মীপাড়া চা বাগানের বাসিন্দাদের কাছ থেকে চিতাবাঘের হামলার অভিযোগ পেয়ে প্রায় একমাস আগে আমরা খাঁচা পেতেছিলাম। আজ ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। আমরা ওকে পর্যবেক্ষণে রেখেছি। প্রাথমিকভাবে চিতাবাঘটিকে সুস্থ বলেই মনে করা হচ্ছে। কোনও আঘাত বা অসুস্থতার লক্ষ্মণ দেখা যায়নি।” প্রায় একমাস পর চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় হাঁফ ছেড়ে বাঁচলেন ওই চাবাগানের শ্রমিকরা।