শেষ আপডেট: 14th June 2021 11:29
দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: পরকীয়ার শাস্তি। কুমারগ্রাম থানার পশ্চিম চেংমারিতে একজন আদিবাসী মহিলাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে নগ্ন করে মারধরের অভিযোগ উঠল। ওই ঘটনায় এলাকারই বেশ কয়েক জন বাসিন্দা জড়িত বলে জানা গেছে। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান জেলার এসপি ভোলানাথ পান্ডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস ছয়েক আগে ওই মহিলা অন্য একজন পুরুষের সাথে ভালবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে স্বামীর ঘর ছেড়ে চলে যান। পরবর্তীতে যাঁর হাত ধরে তিনি স্বামীর ঘর ছেড়েছিলেন ওই ব্যক্তি তাঁকে ছেড়ে চলে যায়। গত বৃহস্পতিবার তিনি পশ্চিম চেংমারিতে তাঁর স্বামীর ঘরে ফিরে আসেন। মহিলার স্বামী তাঁকে মেনে নিলেও এলাকার কিছু মানুষ খবরদারি শুরু করেন। অভিযোগ, তারা বিচারের নামে বৃহস্পতিবার রাতে ওই মহিলাকে ঘর থেকে টেনে বের করে নগ্ন করে মারধর করে। মোবাইল ফোনে তুলে রাখে ওই ন্যক্কারজনক ঘটনার ছবি। মারধরের পর থেকেই নিখোঁজ হয়ে যান ওই মহিলা। রবিবার দিন নগ্ন করে মহিলাকে মারধরের সেই ভিডিও এলাকায় ভাইরাল হয়। তারপরেই এলাকায় নিন্দার ঝড় ওঠে। কুমারগ্রাম ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায় বলেন, ‘‘অত্যন্ত নিন্দনীয় ঘটনা, সভ্য সমাজে বর্বরতার নজির। দলীয় ভাবেও তদন্ত করা হবে । প্রশাসনকে অনুরোধ করবো উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য।’’ পরে পুলিশ ওই ভিডিও সত্যতা যাচাই করতে ঘটনার তদন্ত শুরু করে। ওই মহিলাকেও উদ্ধার করে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। নির্যাতিতা ওই আদিবাসী মহিলার স্বামী জানান, দোষীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। তাঁর স্ত্রীকে উদ্ধার করা হয়েছে । আলিপুরদুয়ারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডে জানান, ঘটনার তদন্ত করে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও খোঁজ চলছে। ওই মহিলার নিরাপত্তার স্বার্থেই তাঁকে একটি অজ্ঞাত জায়গায় রাখা হয়েছে।