শেষ আপডেট: 30th June 2021 13:07
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ময়নাগুড়ি ও দাসপুরের রেশ কাটতে না কাটতেই এবার মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকল ধূপগুড়ি। পরকীয়ার ‘শাস্তি’ দিতে এক পুরুষ ও মহিলাকে বেঁধে রেখে চলল নির্যাতন। অভিযোগ উঠেছে গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি ব্লকের পূর্ব মাগুরমারীর গিলান্ডি নদীর পাড় সংলগ্ন এলাকায়। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশসূত্রে জানা গেছে, গিলান্ডি পাড় সংলগ্ন এলাকায় ওই মহিলার বাস। তাঁর পাঁচ বছরের একটি সন্তান রয়েছে। ওই যুবক পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। বিবাহিত ওই যুবকের দুটি সন্তান রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ওই মহিলার বাড়িতে এসেছিল ওই যুবক। এরপরেই স্থানীয়রা ওই যুবককে ধরে বেঁধে ফেলে। বেঁধে ফেলা হয় ওই মহিলাকেও। তারপর শুরু হয় নির্যাতন। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে দুজনকেই উদ্ধার করে নিয়ে আসে। রাতেই দুজনের ডাক্তারি পরীক্ষা করানো হয়। গ্রামবাসীরা বলেন, সন্ধের সময় এরা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। তখনই তাদের ধরে বেঁধে রাখা হয়। তবে মারধর করা হয়নি। জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিয়েছে। আমরা ইতিমধ্যে ৪ জনকে আটক করেছি। এদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’ এ মাসের মাঝামাঝি পরকীয়ার শাস্তি দিতে ময়নাগুড়িতে এক মহিলার চুল কেটে নিয়ে তাঁকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল পড়শিদের বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায়। সেই ঘটনার এক সপ্তাহ আগে পরকীয়ার শাস্তি দিতে নগ্ন করে মারধর করা হয়েছিল এক মহিলাকে। আলিপুরদুয়ারের সেই ঘটনায় শোরগোল পড়েছিল গোটা রাজ্যজুড়ে। ওই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দেয় জাতীয় মহিলা কমিশন। গত রবিবার পরকীয়ার শাস্তি দিতে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এক মহিলাকে গলায় জুতোর মালা পরিয়ে গোটা গ্রামে ঘোরায় গ্রামবাসীদের একাংশ। বারবার এমন ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন।