শেষ আপডেট: 14th June 2021 16:24
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: বৃষ্টি শুরু হয়ে গেছে পাহাড়ে। প্রবল বৃষ্টিতে বিপাকে পড়েছেন বাসিন্দারা। করোনার উপসর্গ থাকলেও পাহাড়ি দুর্গম পথে পরীক্ষা করাতে যেতে পারছেন না প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকরা। এই কারণে বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষা করা চালু করল কালিম্পং পুরসভা। সোমবার থেকেই তাঁরা এই পরিষেবা চালু করেছে। কালিম্পং জেলাতেই এই প্রথম এধরনের উদ্যোগ নেওয়া হল। আর স্বস্তিতে এলাকাবাসী। যাদের বাড়িতে প্রবীণ ব্যাক্তি রয়েছেন কিংবা বিশেষ চাহিদাসম্পন্ন কেউ রয়েছেন তাঁরা বেশ উপকৃত হয়েছেন পুরসভার এই পদক্ষেপে। সোমবার কালিম্পং জেলার গ্রামীণ এলাকায় স্বাস্থ্য কর্মীরা গিয়েছিলেন করোনা পরীক্ষা করার জন্য। পিপিই কিট পড়ে তাঁরা বাড়ি বাড়ি যান। নমুনা পরীক্ষার পর দুজনের পজেটিভ রিপোর্ট এসেছে। কালিম্পংয়ের বাসিন্দা সরিতা রাই বললেন, ‘‘পুরসভা যেভাবে এগিয়ে এল তাতে আমরা খুশি। কারণ আমার বাবা-মা দুজনেই প্রবীণ মানুষ তাঁরা যেতে পারবেন না কোথাও। বাড়ি বাড়ি এসে করোনা পরীক্ষা করার পাশাপাশি যদি টিকারও ব্যবস্থা করা হয় তাহলে খুব ভালো হয়।’’ কালিম্পং জেলাতে টিকাকরণের হার যথেষ্ট ভাল। এবার সেখানেই বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষা চালু হল। পুরসভার চেয়ারম্যান রবি প্রধান বলেন, ‘‘বর্ষার জেরে পাহাড়ের গ্রামীণ এলাকায় যাতায়াতের খুবই অসুবিধা। তাই আমরা সিদ্ধান্ত নিই যদি কোনও প্রবীণ নাগরিক কিংবা বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিক করোনা পরীক্ষা করতে চান তাহলে আমাদের স্বাস্থ্য কর্মীরা তাঁদের বাড়ি যাবেন। তাদের আর কোথাও যেতে হবে না। তবে এই পরিষেবা শুধু গ্রামীণ এলাকায় নয়, গোটা জেলাতেই প্রযোজ্য।’’ আগামীতে এঁদের বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।